বাংলাদেশের একদিন পর আজ বৃহস্পতিবার বাংলা নববর্ষ উদযাপন করছে পশ্চিমবঙ্গ। করোনার কারণে উৎসবে আগের সেই রঙ নেই। তারপরও প্রাণের উৎসব বলে কথা। আন্তর্জালেই চলছে শুভেচ্ছা বিনিময়। তার ছোঁয়া থাকছে সোশ্যাল মিডিয়া ফেসবুকেও। বাংলা নতুন বছর ১৪২৮ বরণ করে নিচ্ছে পশ্চিমবঙ্গ। ব্যতিক্রম নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সও। 

নাইট রাইডার্স বাংলার দল। যদিও এই দলে নেই কলকাতার কোন বাংলাভাষী ক্রিকেটার। বাংলার নববর্ষে আলো ছড়াতে আছেনই তো এক বাঙালি, সাকিব আল হাসান। নাইট রাইডার্সের পক্ষ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

বাংলার সব রীতি পালন করলেও নাইট রাইডার্সের দলে কখনও কোনও বাঙালি ক্রিকেটার তেমন করে সুযোগ পাননি। এবারের আইপিএলেও সেই একই গল্প। দলে একমাত্র সাকিবই বাংলা বলতে পারেন। যে কোনও প্রয়োজনে বাংলা বলার দরকার পড়লে, টাইগার অলরাউন্ডারকে দিয়েই কাজ চালিয়ে নিচ্ছে কেকেআর।

চলতি আইপিএলে আগের ম্যাচেই হার দেখেছে নাইটরা। এনিয়ে মালিক শাহরুখ খানের তোপের মুখে দল। শেষ ম্যাচটাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জেতা ম্যাচ রোহিত শর্মাদের হাতে তুলে দিয়ে এসেছেন আন্দ্রে রাসেলরা। 

১৮ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে লড়াই। প্রতিপক্ষ বিরাট কোহলির দল, যারা টানা দু'টি ম্যাচ জিতে উড়ছে। সন্দেহ নেই কঠিন পরীক্ষাই দিতে হবে সাকিবদের।

এটি/এনইউ