সকালে দুবাইয়ের কিছুটা ভেজা উইকেটে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ভারত। এবার রান তাড়ায় উইকেট বিলিয়ে দিচ্ছেন বাংলাদেশের যুবারাও।  ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে যেতে বাংলাদেশের প্রয়োজন ১৮৯ রান। তবে এমন টার্গেট তাড়ায় দ্রুত ৩ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে গেছে টাইগার যুবারা। পাওয়ার প্লের ১০ ওভার শেষে স্কোরবোর্ডে ৩৪ রান যোগ করতেই উইকেটের পতন হয়েছে ৩টি। 

প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেলেই যেন কী হয়! বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোর নকআউট পর্বে অনেকবারই দেখা হয়েছে দক্ষিণ এশিয়ার দুই দেশ বাংলাদেশ ও ভারতের। ২০২০ যুব বিশ্বকাপের ফাইনাল বাদ দিলে বাকি সময়গুলোতে বাংলাদেশের জন্য শেষটা হয়েছে হতাশার।

দুবাইয়ে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপপর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে আবারও সেই ভারতের মুখোমুখি হয় বাংলাদেশের যুবারা। শুক্রবার টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে বড় স্কোর গড়তে দেয়নি বাংলাদেশি বোলাররা। পেসার মারুফ মৃধা একাই ধসিয়ে দেন ভারতের ব্যাটিং অর্ডার।

মুশের খান ও মুরুগান আভিষেকের প্রতিরোধে শেষ পর্যন্ত ৪২ ওভার ৪ বলে ১৮৮ রান তুলে অলআউট হয়েছে ভারত। বাংলাদেশের হয়ে ৪১ রানে ৪ উইকেট শিকার করেন মারুফ।

জবাবে খেলতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। গোল্ডেন ডাক হয়ে সাজঘরে ফেরেন ওপেনার জিশান আলম। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে রিজওয়ানকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন আসরে দারুণ ফর্মে থাকা আশিকুর রহমান শিবলি। তাদের জুটি থেকে আসে ১৯ রান।

ইনিংসের ষষ্ঠ ওভারে স্রেফ আত্মাহুতি দিলেন রিজওয়ান। নমন তিওয়ারির বলে শচীন দাসকে ক্যাচ প্রাকটিচ করিয়ে সাজঘরে ফিরলেন। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১৯ বলে ১৩ রান। এরপর সবচেয়ে বড় ধাক্কাটা আসে শিবলির দুঃখজনক রানআউটে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শিবলি আজ রান আউট হয়ে ফেরার আগে করেছেন ২২ বলে ৭ রান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬ দশমিক ৪ ওভারে ৬০ রান। উইকেটের পতন হয়েছে ৩টি। ৩৭ বলে ২৯ রান নিয়ে ব্যাট করছেন আরিফুল ও আহরার আমিন খেলছেন ২২ বলে ৬ রানে। 

এফআই