নিউজিল্যান্ডে বিজয় দিবস উদযাপন ক্রিকেটারদের
আজ ১৬ ডিসেম্বর। সারাদেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। এই দিনটিতে দেশে নেই জাতীয় দলের ক্রিকেটাররা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছেন শান্ত-সৌম্যরা। বিদেশ বিভূঁইয়ে থেকেও বিজয় দিবস উদযাপন করছেন শান্ত-সৌম্যরা।
বিসিবির ফেসবুক পেজে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, বিজয় দিবসে বাংলাদেশের পতাকা হাতে ছবি তুলেছেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন দলের অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল। এছাড়া দলের কয়েকজন স্টাফও উপস্থিত ছিলেন। বিদেশি কোচদের অবশ্য দেখা যায়নি এই ফটোশুটে।
বিজ্ঞাপন
Bangladesh team celebrates Victory Day during their tour in New Zealand, posing proudly with the National Flag. #BCB | #Cricket | #BANvNZ
Posted by Bangladesh Cricket : The Tigers on Friday, December 15, 2023
পরাধীনতার শিকল ছিড়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ডাকে লাখ লাখ বাঙালি পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর ঝাপিয়ে পড়ে। শুরু হয় মুক্তিযুদ্ধ। যে যুদ্ধে ৩০ লাখ বাঙালি মায়ের সন্তান শহীদ হন। তাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। সেই বাঙ্গালি মায়ের সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা জাতি।
বিজ্ঞাপন
মহান বিজয় দিবসে ক্রীড়াঙ্গনেও রয়েছে নানা আয়োজন। মিরপুর শের-ই-বাংলায় প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ফেডারেশনও নিয়েছে নানা উদ্যোগ।
এদিকে, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ব্যাট বলের লড়াই শুরু হবে ওয়ানডে দিয়ে। আগামী ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে হবে ডানেডিনে। দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে ২০ ও ২৩ ডিসেম্বর যথাক্রমে নেলসন ও নেপিয়ারে। বাংলাদেশ সময় ভোর ৪টায় প্রতিটি ম্যাচ শুরু হবে।
ওয়ানডের পর হবে টি-টোয়েন্টি ম্যাচ। তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর। প্রথম ম্যাচটি নেপিয়ারে। পরের দুটি মাউন্ট মঙ্গানুইয়ে। প্রথম দুই টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে। শেষ ম্যাচ ভোর ৬টায়।
এফআই