আজ ১৬ ডিসেম্বর। সারাদেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিনটি ঘিরে ক্রীড়াঙ্গনেও চলছে নানা আয়োজন। মিরপুর শের-ই-বাংলায় বিশেষ প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ফেডারেশনও নিয়েছে নানা উদ্যোগ।

এদিকে, দেশের বাইরে অবস্থান করা ক্রিকেটাররা বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ছবির গল্পে দেখে নেওয়া যাক ক্রীড়াঙ্গনে বিজয় দিবস উদযাপন-

বিসিবির ফেসবুক পেজে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, বিজয় দিবসে বাংলাদেশের পতাকা হাতে ছবি তুলেছেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন দলের অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল। এছাড়া দলের কয়েকজন স্টাফও উপস্থিত ছিলেন। বিদেশি কোচদের অবশ্য দেখা যায়নি এই ফটোশুটে।

মিরপুর শের-ই-বাংলায় বিশেষ প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মিরপুর শের-ই-বাংলায় বিশেষ প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে।

যুব এশিয়া কাপ খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে জুনিয়র টাইগাররা। আগামীকাল টুর্নামেন্টটির ফাইনালে স্বাগতিকদের মুখোমুখি হবে মারুফ-রাব্বিরা। তার আগে আজ মহান বিজয় দিবস উদযাপন করেছে তারাও। 

এফআই