অস্ট্রেলিয়ার রানপাহাড়ে চাপা পড়েছে পাকিস্তান
পার্থ টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের খেলা শেষে হাতে ৮ উইকেট নিয়ে স্বাগতিকদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৩০০ রান।
অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ৪৮৭ রানে অলআউট করার পর পাকিস্তান দ্বিতীয় দিন শেষ করেছিল ২ উইকেটে ১৩২ রানে। আজ তৃতীয় দিনে ১৩৯ রান তুলতে বাকি ৮ উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ২৭১ রানে অলআউট হয় শান মাসুদের দল। সুযোগ থাকলেও পাকিস্তানকে ফলো-অন করায়নি অজিরা।
বিজ্ঞাপন
২১৬ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষে ২ উইকেট হারিয়ে ৮৪ রান তুলেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৩০০ রান। দিনের খেলা শেষে ১০৬ বলে ৩৪ রানে অপরাজিত আছেন উসমান খাজা। এ ছাড়া ৭২ বলে ৪৩ রানে টিকে আছেন ব্যাটিং স্তম্ভ স্টিভ স্মিথ।
অভিষেক টেস্ট খেলতে নেমে ক্ষুরধার বোলিংয়ে প্রথম ইনিংসে ১১১ রানে ৬ উইকেট নিয়েছিলেন আমের জামাল। তরুণ এই পেসারের কীর্তিতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে পাঁচশোর আগেই থামায় পাকিস্তান।
বিজ্ঞাপন
এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেছিলেন দুই পাক ওপেনার। তৃতীয় সেশনের এক পর্যায়ে লক্ষ্যচ্যুত হন শফিক। লায়নকে উইকেট বিলিয়ে দেন। এগিয়ে এসে খেলতে গেলে বল তার ব্যাট হয়ে শর্ট লেগে ওয়ার্নারের হাতে চলে যায়। ১২১ বলে ৪২ রান করা শফিকের আউটে থামে ৩৬.২ ওভার স্থায়ী ৭৪ রানের উদ্বোধনী জুটি।
তিনে নেমে অধিনায়ক শান মাসুদ রান করায় মনোযোগী হন। মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে থামে তার ৩০ রানের ইনিংস। তৃতীয় দিনে আজ ব্যাটিংয়ে নেমে শুরুতেই নাইট ওয়াচম্যান খুররাম শেহজাদকে হারায় পাকিস্তান। চতুর্থ উইকেটে বাবর আজমকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন ইমাম উল হক। মিচেল মার্শের বলে বাবর ফিরলে ভাঙে সেই প্রতিরোধ। ২১ রান করে আউট হন বাবর।
নাথান লায়নের বলে স্ট্যাম্পিং হওয়ার আগে ৬২ রান করেন ইমাম। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থেকে দলে জায়গা করে নেওয়া সরফরাজ আহমেদও সাজঘরে ফেরেন মাত্র ৩ রান করে। এরপর আগা সালমান ও সৌদ শাকিলরা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা চালালেও বেশিদূর এগোতে পারেননি। ২৮ রান করে জশ হ্যাজেলউডের বলে আউট হন শাকিল। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন সালমান। এক প্রান্ত আগলে রেখে ২৮ রান করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে ৬৬ রানে ৩ উইকেট নিয়েছেন লায়ন। ৪৯৬ উইকেট নিয়ে পার্থ টেস্টে খেলতে নামা লায়নের ৫০০ উইকেটের মাইলফলক ছুঁতে চাই আর ১ উইকেট। ২টি করে উইকেট প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের।
এদিকে, পাকিস্তানকে ফলো-অন না করিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার। প্রথম ইনিংসে ২১১ বলে ১৬৪ রান করা অজি এই ওপেনারকে ফেরান খুররাম শেহজাদ। অভিষেক টেস্ট খেলতে নামা খুররামের দ্বিতীয় শিকার মারনাস লাবুশানে।
এফআই