নিউজিল্যান্ডে ইতিহাস বদলাতে সকালে মাঠে নামছে বাংলাদেশ
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়। নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই বিপক্ষে কখনো জয় না পাওয়া বাংলাদেশ এবার নামবে ইতিহাস বদলানোর প্রতিজ্ঞা নিয়ে। ডানেডিনের ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা শুধুই জয়।
এর আগে নিউজিল্যান্ডের মাটিতে ১৫ ওয়ানডে'র সবকটিতেই হেরেছে বাংলাদেশ। সব সিরিজেই হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হয়েছে লাল-সবুজের দলকে। তবে এবার কিছুটা ভিন্ন কিছু করে দেখাতে চায় টাইগাররা। ভিন্ন ফরম্যাটে হলেও কদিন আগেই ঘরের মাঠে নিউজিল্যান্ডকেই টেস্টে হারের স্বাদ দিয়েছিল টাইগাররা। নতুন অধিনায়ক শান্তর অধীনে পারফর্মটাও ছিল চোখে পড়ার মতোই।
বিজ্ঞাপন
ডানেডিনে প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগে আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানেই অধিনায়ক বললেন নিজেদের সামর্থ্যের কথা, 'কন্ডিশন তো একটু ঠাণ্ডা, তবে এই অজুহাত আমরা কেউই দিতে চাই না। এর আগেও এখানে আমরা এসেছি। আমাদের ধারণা আছে। আশা করছি খুব বেশী সমস্যা হবে না।'
বিজ্ঞাপন
অধিনায়ক হিসেবে শান্তর পথচলা বেশিদিন নয়। তবে এরইমাঝে নিজের দক্ষতায় দেশের ক্রিকেট ভক্তদের মন জয় করেছেন ফর্মে থাকা এই টপঅর্ডার ব্যাটার। নিউজিল্যান্ডেও নিজের দলকে নিয়ে আশাবাদী তিনি। দীর্ঘদিনের ইতিহাস বদল করতে চান নিজের দলকে নিয়ে।
আরও পড়ুন
নিউজিল্যান্ডে ভালো করার ব্যাপারে শান্ত বলেন, ‘এর আগে বাংলাদেশের কোন টিম ভালো ফলাফল করতে পারেনি নিউজিল্যান্ডে, কোন না কোন একটা গ্রুপকে তো করতে হবে। আমাদের এই গ্রুপের সেই সামর্থ্য আছে, সবাই বিশ্বাস করে এবার ভালো কিছু হবে ইন শা আল্লাহ।’
নিজের দল নিয়ে শান্ত আরও বলেন, 'আমার মনে হয় না খেলোয়াড়রা এই বিষয়ে জানে। আমিও ব্যক্তিগতভাবে জানি না যে নিউজিল্যান্ড হারে নাই কখনও। অবশ্যই তো ওদের বিপক্ষে চ্যালেঞ্জিং। অস্বীকার করার কিছু নেই, হারে নাই যে কোনোদিন হারবে না এমনও না। এই গ্রুপের সেই সামর্থ্য আছে।'
এদিকে কিউইদের প্রধান কোচ গ্যারি স্টেড এই সিরিজকে দেখছেন নিজেদের সুযোগ হিসেবে। এখন থেকেই ২০২৭ বিশ্বকাপের ভাবনা তার মনে, ‘২০২৭ বিশ্বকাপ সামনে রেখে যদি আমরা দল করতে চাই কিছু খেলোয়াড় এখন থেকে দেখে নিতে হবে। আগামী ৯-১০ মাস আমাদের কোন ওয়ানডে নেই, কাজেই এই সিরিজ ভালো একটি সুযোগ।’
দলে অনেক তারকা না থাকলেও ইতিবাচকই আছেন কিউই কোচ, ‘দেখুন তারা তিন-চার মাস ধরেই টানা খেলার মধ্যে ছিলো। তাদের একটু সতেজ হওয়া দরকার। আমাদের সামনে কিন্তু ঠাসা সূচি আছে। টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণে অনেক খেলা আছে।’
বাংলাদেশ দলকে সমীহ করে স্টেড বলেন, 'দেশের বাইরের কন্ডিশনে বেশ উন্নত দল তারা এখন। বেশ কয়েকজন ভালো পেসার আছে। ভালো বাউন্সের ঘাসের উইকেটে তারা অবশ্যই ভালো করতে পারে।'
এসএইচ/জেএ