পার্থ টেস্টে জিততে ৪৫০ রানের পাহাড় টপকাতে হবে পাকিস্তানকে
পার্থ টেস্টে তৃতীয় দিনের খেলা শেষেই চালকের আসনে ছিল অস্ট্রেলিয়া। হাতে ৮ উইকেট নিয়ে স্বাগতিকদের লিড বেড়ে দাঁড়িয়েছিল ৩০০ রান। আজ চতুর্থ দিনে উসমান খাজা ও মিচেল মার্শের দারুণ ব্যাটিংয়ে আরও ১৪৯ রান যোগ করে ৪৪৯ রানের বড় লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে অজি বাহিনী। এই টেস্টে জয়ের জন্য পাকিস্তানকে ৪৫০ রানের পাহাড় টপকাতে হবে।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ৪৮৭ রানে অলআউট করার পর নিজেদের প্রথম ইনিংসে ২৭১ রানে অলআউট হয় শান মাসুদের দল। সুযোগ থাকলেও পাকিস্তানকে ফলো-অন করায়নি অজিরা। ২১৬ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গতকাল দিনের খেলা শেষে ২ উইকেট হারিয়ে ৮৪ রান তোলে অস্ট্রেলিয়া।
বিজ্ঞাপন
পাকিস্তানকে ফলো-অন না করিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার। প্রথম ইনিংসে ২১১ বলে ১৬৪ রান করা অজি এই ওপেনারকে ফেরান খুররাম শেহজাদ। অভিষেক টেস্ট খেলতে নামা খুররামের দ্বিতীয় শিকার হন মারনাস লাবুশানে।
আগের দিন ৭২ বলে ৪৩ রানে টিকে থাকা স্টিভ স্মিথ আজ আর ২ রান যোগ করেই সাজঘরে ফিরেছেন। এরপর খেলতে নেমে ইনিংস বড় করতে পারেননি ট্র্যাভিস হেডও। আমের জামালের শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১৯ বলে ১৪ রান। এরপর ক্রিজে নামা মিচেল মার্শকে নিয়ে শত রানের জুটি গড়েন খাজা। ওয়ানডে মেজাজে ব্যাটিংয়ে নিজেও ছিলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে।
বিজ্ঞাপন
শেষ দিকে বেপরোয়া ব্যাট চালাতে গিয়ে শাহিনের বলে বাবরকে ক্যাচ দিয়ে ফিরেছেন। অজি এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ১৯০ বলে ৯০ রান। খাজার বিদায়ের পরপরই ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৩৩ রান তোলে প্যাট কামিন্সের দল। শেষ পর্যন্ত মার্শ অপরাজিত ছিলেন ৬৮ বলে ৬৩ রান। পাকিস্তানি বোলারদের হয়ে অভিষিক্ত খুররাম শেহজাদ সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন।
প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় পাকিস্তান। যদিও বল হাতে উজ্জ্বল ছিলেন অভিষিক্ত পেসার আমের জামাল। অভিষেক টেস্ট খেলতে নেমে ক্ষুরধার বোলিংয়ে প্রথম ইনিংসে ১১১ রানে ৬ উইকেট নিয়েছিলেন আমের জামাল। তরুণ এই পেসারের কীর্তিতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে পাঁচশোর আগেই থামায় পাকিস্তান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। স্কোরবোর্ডে ১৯ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা।
এফআই