নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল (বুধবার) ভোরে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল। যদিও বাংলাদেশ সময় অনুযায়ী সময়টা মধ্যরাত পেরিয়ে ভোর হওয়ার পথে। নেলসনে ভোর ৪টায় ম্যাচটি শুরু হবে। আর এই ম্যাচে পরাজিত হলেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হাতছাড়া হয়ে যাবে টাইগারদের। সে কারণে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পাশাপাশি সিরিজ বাঁচানোরও লক্ষ্য নিয়ে নামবে।

যদিও ম্যাচের আগের দিন কোচ হাথুরুসিংহে দ্বিতীয় ম্যাচের একাদশ কেমন হবে— সেটি জানাননি। আজ (মঙ্গলবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ দলের প্রধান কোচ বলেন, ‘একাদশ নিয়ে এখনও ভাবিনি, উইকেট এখনও ভেজা। আমাদের কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

দ্বিতীয় ম্যাচে ভালো উইকেটের আশা করছেন হাথুরু, ‘উইকেট খুব ভালো, এখানে আমরা আগেও কয়েকটি ম্যাচ খেলেছি। আমার মনে আছে সেটা ২০১৭ এবং ২০১৫ সালের বিশ্বকাপে। তখন উইকেট খুবই ভালো ছিল, আউটফিল্ডও খুব ভালো। আশা করছি হাই স্কোরিং ম্যাচ হবে। ডানেডিন থেকে এখানকার আবহাওয়া ভালো এবং ক্রিকেট উপযোগী। আশা করছি ভালো ম্যাচ হবে।’

এছাড়া প্রথম ম্যাচের হার নিয়ে হাথুরু বলেন, ‘ম্যাচ হারা সবসময় হতাশার, আমাদের কিছুই করার ছিল না। বৃষ্টির কারণে আমাদের সব পরিকল্পনা ভেস্তে গেছে। আমাদের শুরুটা দারুণ হয়েছিল। অন্যপ্রান্ত থেকে আমাদের আরও ভালো করা উচিত ছিল। কন্ডিশনকে ভালোভাবে কাজে লাগাতে পারিনি। বারবার খেলা বন্ধ হওয়ায় অধিনায়ক চাপে পড়ে যাচ্ছিল বোলারদের নিয়ে।’

এর আগে ঘরের মাঠে সমতা নিয়ে টেস্ট সিরিজ শেষ করে গত ১৭ ডিসেম্বর অ্যাওয়ে সিরিজের প্রথম ওয়ানডে খেলেছিল দু’দল। যেখানে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশ ৪৪ রানে হেরে যায়। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে যা টাইগাদের টানা ১৭তম পরাজয়। তবে দ্বিতীয় ম্যাচের আগে ২০১৫ বিশ্বকাপের একটি সুখস্মৃতি মনে করতে পারে টাইগাররা। নেলসনে অনুষ্ঠিত ওই ম্যাচটিতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে বাংলাদেশ স্কটল্যান্ডকে হারিয়েছিল।

নিউজিল্যান্ডের মাটিতে মুশফিকুর রহিমদের ওয়ানডেতে একমাত্র জয়ের ভেন্যু এই নেলসন। তবে বাংলাদেশ এরপর এখানে দুটি ওয়ানডেতে হেরেছিল। 

এসএইচ/এএইচএস