ফাইল ছবি

ইনিংসের শুরু থেকেই দেখে-শুনে খেলছিলেন এনামুল হক বিজয়। তবে সাবধানি শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। মাত্র দুই রান করে সাজঘরে ফিরেছেন এই ডানহাতি ব্যাটার।

দলীয় ১১ রানে বিজয়ের উইকেট হারায় বাংলাদেশ। অ্যাডাম মিলনের লেন্থ বল খেলতে গিয়ে সেকেন্ড স্লিপে ক্যাচ দেন বিজয়। তা সহজেই তালুবন্দি করেন সেখানে থাকা কিউই অধিনায়ক টম লাথাম। ফলে ১২ বলে দুই রান করে ফিরতে হয় বিজয়কে। 

রিপোর্টটি লেখা পর্যন্ত ছয় ওভার শেষে এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৪ রান। সৌম্য সরকার ১৭ বলে ৩ চারে ১৪ রান ও ৭ বলে ৬ রান করে উইকেটে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

এর আগে, টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ব্ল্যাক ক্যাপস অধিনায়ক টম লাথাম। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টম লাথামের দল। তাই সিরিজ বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই টাইগারদের। 

বাংলাদেশের স্কোয়াড : সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। 

নিউজিল্যান্ডের স্কোয়াড : উইল ইয়ং, রাচিন রবিন্দ্র, হেনরি নিকোলস, টম লাথাম, মার্ক চ্যাপম্যান, জস ক্লার্কসন, টম ব্লান্ডেল (উইকেট-রক্ষক), অ্যাডাম মিলনে, আদিত্য অশোক ও উইলিয়াম ও’রোর্ক। 

কেএ