আগামী শুক্রবার শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ১০ দলের লিগে প্রতি দলের ১৮ ম্যাচ। দুই লেগ মিলিয়ে মোট ৯০ ম্যাচ। বাফুফে আজ লিগের প্রথম লেগের ফিকশ্চার প্রকাশ করেছে। 

বাফুফে প্রকাশিত ফিকশ্চারে প্রথম লেগ শেষ হচ্ছে ২৪ ফেব্রুয়ারি। প্রথম লেগ শেষ হওয়ার পরের দিন থেকেই মধ্যবর্তী দলবদল শুরু হবে। ২৩ মার্চ পর্যন্ত চলবে এই আনুষ্ঠানিকতা। জাতীয় দলের বিশ্বকাপ বাছাই ম্যাচ রয়েছে ২১ ও ২৬ মার্চ। জাতীয় দলের ব্যস্ততা শেষে ২৯ মার্চ আবার লিগের দ্বিতীয় লেগ শুরু হবে। 

ঘরোয়া ফুটবলে গত কয়েক বছর ধরে মূল আকর্ষণ বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনী দ্বৈরথ। গত কয়েক বছর প্রচলিত ফিকশ্চারে এই দুই দলের লড়াই হয়েছে লেগের শেষ রাউন্ডে। এবার বাফুফে ফিকশ্চার ফরম্যাটে পরিবর্তন এনেছে। সফটওয়্যার ভিত্তিক দৈবক্রমে ফিকশ্চারে এই দুই দল মুখোমুখি হবে পঞ্চম রাউন্ডেই। প্রথম দুই রাউন্ড গতানুগতিক সর্বোচ্চ পয়েন্টধারীরা সর্বনিম্ন পয়েন্টধারীদের সঙ্গে খেলা। দ্বিতীয় লেগেও প্রথম লেগের ফরম্যাট অনুসরণ হবে। 

গত আসরের মতো এই আসরেও লিগ শুক্র-শনিবার অনুষ্ঠিত হবে। প্রথম লেগের মধ্যে শুধু এক সপ্তাহ বিরতি থাকছে। ৭ জানুয়ারি রোববার নির্বাচন উপলক্ষ্যে ৫-৬ জানুয়ারি শুক্র-শনি খেলা নেই। প্রথম লেগে কোনো শুক্রবার তিন ম্যাচ, কোনো শুক্রবার দুই ম্যাচ এমনকি কোনো সপ্তাহে চার ম্যাচও রয়েছে। 

পরশু দিন থেকে লিগ শুরু। ক্লাবগুলো আজ আনুষ্ঠানিকভাবে ফিকশ্চার পেয়েছে। বিগত আসরগুলোতে ক্লাবগুলোকে আগেই খসড়া ফিকশ্চার প্রেরণ করতো ফেডারেশন। এরপর কোনো মতামত/পর্যবেক্ষণ থাকলে পর্যালোচনা হতো। এবার অবশ্য খেলা শুরুর ৪৮ ঘণ্টা আগে জানতে পেরেছে ক্লাবগুলো। 

এজেড/এফআই