প্রোটিয়াদের স্রেফ উড়িয়ে ৮ উইকেটের জয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিল ভারত। তবে পরের ম্যাচেই হোঁচট খায় লোকেশ রাহুলের দল। দ্বিতীয় ওয়ানডেতে সমান ৮ উইকেটের জয়ে বদলা নেয় স্বাগতিকরা। তাই তৃতীয় ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। অঘোষিত ফাইনালে জয় হয়েছে ভারতের। ৭৮ রানের জয়ে সিরিজও জিতেছে ভারত।

বৃহস্পতিবার পার্লে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান তোলে ভারত। দলের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন সাঞ্জু স্যামসন। জবাবে খেলতে নেমে ৪৫.৫ ওভারে ২১৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

রান তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ৮ ওভার ২ বলে ৫৯ রান তোলেছিল স্বাগতিকরা। তবে এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তারপরও এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে রেখেছিলেন টনি দে জর্জি। এই ওপেনার ৮১ রান করে আসজঘরে ফিরলে পথ হারায় দল।

জর্জি যখন সাজঘরে ফেরেন তখন ২৯ ওভার ৪ বলে দলের রান ছিল ১৬১। হাতে ছিল ৬ উইকেট। এমন জায়গা থেকে ম্যাচে কিছুটা হলেও এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় সেটা ধরে রাখতে পারেনি প্রোটিয়ারা।

এর আগে ব্যাট করতে নেমে ১০১ রান তুলতেই ৩ উইকেট হারায় ভারত। এরপর তিলক ভার্মা ও সাঞ্জু স্যামসনের দৃঢ়তায় ম্যাচে ফেরে ভারত। স্যামসন ১১৪ বলে ১০৮ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন। আর শেষদিকে রিংকু সিংয়ের ঝোড়ো ৩৮ রানের সুবাদে বড় সংগ্রহ পায় ভারত।

এইচজেএস