বন্ধুদের সাফল্যে অণুপ্রেরণা খোঁজেন বিশ্বকাপজয়ী মৃত্যুঞ্জয়
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা দুই বন্ধু জাতীয় দলে খেলছেন। শরীফুল ইসলাম নিয়মিত বেশ আগ থেকে। তানজিম হাসান সাকিবও আজকাল খেলছেন। সেই একই দলে ছিলেন মোহাম্মদ মৃত্যুঞ্জয়। দুই বন্ধু লাল-সবুজের জার্সিতে নিয়মিত হলেও জাতীয় দলে খুব একটা নিয়মিত হতে পারেননি মৃত্যুঞ্জয়। খেলেছেন একটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি। তবে একেবারেই হারিয়ে যাননি তিনি।
মৃত্যুঞ্জয় এখন আছেন বিপিএলের প্রস্তুতিতে। এবার খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। ইনজুরি থেকে উঠে এসেছেন। প্রত্যাশা পুরো ফিট হওয়ার। এমনই এক পরিস্থিতিতে আজ (রোববার) মিরপুরে তার সঙ্গে সাক্ষাৎ হলো গণমাধ্যমের। সেখানেই কথা হয়েছে নিজের পরিকল্পনা আর ক্রিকেট ভাবনা নিয়ে।
বিজ্ঞাপন
জাতীয় দলে এখনো আসতে না পারলেও নিজেকে আর নতুন খেলোয়াড়দের নিয়ে বেশ আশাবাদী শোনালো মৃত্যুঞ্জয়কে। নতুন ক্রিকেটাররা ম্যাচ জিতিয়েছে, এমন বিষয়টিকে বেশ ইতিবাচক দিক হিসেবেই ভাবছেন তিনি, ‘নিউজিল্যান্ডে নতুন ক্রিকেটাররা ম্যাচ জিতিয়েছে এটা অবশ্যই আমাদের জন্য প্লাস পয়েন্ট। সিনিয়র ক্রিকেটাররা অল্পদিন পরেই রিটায়ারমেন্টে যাবে, আমাদের হাতেই আগামীর ক্রিকেট দলটা আছে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
নিজের দুই সতীর্থ পারফরম্যান্স দিয়ে আলো কেড়েছেন। তাদের এমন খেলায় অণুপ্রাণিত পেসার মৃত্যুঞ্জয় নিজেও, ‘আমরা একটা টিম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম। একটা দল চ্যাম্পিয়ন হলে বন্ধন আরও অটুট হয়। শরিফুলের সাথে আমি যখনই খেলছি, সে কিন্তু আমার রুম মেট ছিল। এখনও যখন কথা হয় ভালো লাগে। তানজিম সাকিবও আছে। সেও ভালো করছে । যখন দুজনই আমার টিম মেট। ভালো খেলছে, এটা আমাকে অনুপ্রাণিত করে। তারা পারছে, আমিও পারব। তারা যে ভালো খেলছে এটা আমাদের দেশের জন্য বড় প্রাপ্তি। এটা ভালো লাগা কাজ করে।’
বিপিএল সম্ভবত মৃত্যুঞ্জয়ের আলো কাড়ার সবচেয়ে সেরা সুযোগ। সেদিকেই ফোকাস এখন তার। প্রস্তুতি নিচ্ছেন ফরম্যাট বুঝে, দেখুন এটা (প্রস্তুতি) ফরম্যাট অনুযায়ী হয়। এখন যেহেতু সামনে টি-টোয়েন্টি আসছে, এখানে ইয়র্কারই সেরা বল। এটা আয়ত্ব করার চেষ্টা করছি। অনেকদিন ইয়র্কার নাও হতে পারে। সেক্ষেত্রে কাটার বা এগুলো টি-টোয়েন্টির জন্য আয়ত্ব করার চেষ্টা করছি। ওয়ানডে বা টেস্ট- এখানে লাইন লেংথের ইস্যু আছে।'
মৃত্যুঞ্জয় জানান, ‘এখন যেহেতু টি-টোয়েন্টি, আমি সুইং আয়ত্বের চেষ্টা করছি। আমার দলে (বিপিএল) আমি নতুন বলে বোলিং করতে পারি সেক্ষেত্রে আমি সুইং বলে অনুশীলন করছি। ডেথ ওভারে স্লোয়ার বা ইয়র্কার- এগুলো অনুশীলন করছি।’
এসএইচ/জেএ