স্মরণীয় সিরিজ শেষে রাতে দেশে ফিরছে বাংলাদেশ
নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ জিততে না পারলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবারের মত জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। এ ছাড়া অধিনায়ক হিসেবে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। স্মরণীয় সিরিজ শেষে আজ রাতেই দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল।
দলের ম্যানেজার নাফিস ইকবাল ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন, আজ (সোমবার) রাত সাড়ে দশটা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে দল।
বিজ্ঞাপন
বিশ্বকাপের পরপরই ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দেশের মাটিতে টেস্টে প্রথমবারের জয়ের নজির গড়ে বাংলাদেশ। এরপর কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি অ্যাওয়ে সিরিজ খেলতে গেল ডিসেম্বরে দেশ ছেড়েছিল টিম টাইগার্স।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওয়ানডেতে সিরিজ হারলেও প্রথম জয়ের নজির গড়ে বাংলাদেশ। গত ২৩ ডিসেম্বর নেপিয়ারে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে রূপকথার মতো এক জয় পায় সফরকারীরা। প্রথমে ব্যাট করতে নেমে শরিফুল ইসলাম-তানজিম সাকিবদের পেস আগুনে পুড়ে ছাই হয় কিউই ব্যাটাররা! পুরো দল মিলে স্কোরবোর্ডে একশ রানও তুলতে পারেনি স্বাগতিকরা—অলআউট হয়েছে মোটে ৯৮ রানে।
এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ওয়ানডেতে ইতিহাসের মঞ্চ নেপিয়ারে গত বুধবার নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছিল নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে ২৬ রানে ৩ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। নিউজিল্যান্ডে প্রথম টি-টোয়েন্টি জয়ের খোঁজে ১৩৫ রানের নাগালে থাকা টার্গেট তাড়া করতে ১৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কবলে পড়ে পরিত্যক্ত হয়, এরপর অবশ্য শেষ ম্যাচে ১-১ ব্যবধানে জিতে সমতায় শেষ করে নিউজিল্যান্ড। বছরের শেষ দিনে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর নতুন বছরের প্রথম দিনে দেশে ফিরছে বাংলাদেশ দল।
এসএইচ/এফআই