২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। অস্ট্রেলিয়ার মাটিতে ইংলিশদের বিপক্ষে বড় সংগ্রহ করেও জিততে ব্যর্থ ভারত। আরও স্পষ্ট করে বললে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারতে হয়েছিল রোহিত শর্মার দলকে।  ক্রিকেটের শর্টার ফরম্যাটে সেটিই ছিল ভারতের দুই সিনিয়র ক্রিকেটারের শেষ ম্যাচ। এরপর থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে আর দেখা যায়নি তাদের। 

আসছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্রের এই বিশ্বকাপে ভারতের এই দুই সিনিয়র ক্রিকেটার থাকবেন কিনা তা নিয়ে আছে প্রশ্ন। ভারতের ক্রিকেটে প্রায় এক যুগ ধরে নিয়মিত মুখ এই দুজন। তবে এবারে তাদের নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা। আর এই কারণেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি- দুজনের সঙ্গেই কথা বলবেন প্রধান নির্বাচক অজিত আগরকার। তাদের মতামত জেনেই সিদ্ধান্ত নেওয়া হবে। 

দক্ষিণ আফ্রিকা সিরিজের পরেই ঘরের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ। দল বাছাইয়ের জন্য আগারকারের সামনে এটিই শেষ সুযোগ। লম্বা সময় টি-টোয়েন্টি না খেললেও এদের দুজনেই আগামী বিশ্বকাপে খেলতে আগ্রহী। এটাই আপাতত চিন্তার বিষয়। 

কারণটাও স্পষ্ট, একদিনের বিশ্বকাপের পর বোর্ডের একটি পক্ষ থেকে বলা হয়েছিল, ২০ ওভারের ক্রিকেটের জন্য বিরাট-রোহিতের কথা আর ভাবা হচ্ছে না। নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার উপর ভর করে তরুণ উপর ভরসা করতে চেয়েছিল ক্রিকেট বোর্ড। কিন্তু আইসিসি প্রতিযোগিতায় ট্রফি অধরা থাকায় অতিরিক্ত ঝুঁকির নিতে চাননা বোর্ড কর্তাদের আরেকটি অংশ। তাই দক্ষিণ আফ্রিকার মাটিতেই পরিকল্পনা সাজিয়ে রাখতে চান অজিত আগারকার এবং তার নির্বাচনী প্যানেল। 

আগরকর ছাড়াও ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের সময় ভারতীয় দলের সঙ্গে থাকবেন দুই জাতীয় নির্বাচক শিবসুন্দর দাস এবং সলিল আঙ্কোলা। টেস্টের মাঝে সুযোগ মতো তিন নির্বাচক আলোচনায় বসতে পারেন কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে। কোচের সঙ্গে মূলত আফগানিস্তান সিরিজের দল নির্বাচন নিয়ে কথা হবে। নির্বাচকেরা কথা বলবেন কোহলিদের সঙ্গেও। তাদের চাওয়া, বিশ্বকাপ খেলতে চাইলে আফগানিস্তানের বিরুদ্ধেও খেলুন দুই সিনিয়র ক্রিকেটার।

জেএ