ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন কাটলো ঘটনাবহুল। যেখানে ক্যারিয়ারের শেষ টেস্ট ব্যাটিংও করে ফেলেছেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। যদিও তার বিদায়ী ম্যাচটা ভালো হয়নি। প্রথম ইনিংসে ৪ রানের পর দ্বিতীয়টিতে তিনি ফিরেছেন ১২ করে। মুকেশ কুমারের বলে আউট হয়ে ফেরার পথে অবশ্য তাকে বেশ সম্মান দেখিয়েছেন বিরাট কোহলিরা। সবমিলিয়ে কেপটাউনে এদিন পড়েছে ২৩ উইকেট। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে থাকা স্বাগতিকদের চেয়ে ভারত এখনও ৩৬ রানে এগিয়ে আছে।

আজ (বুধবার) দিনের শুরুতে টস জিতেও এলগারের আগে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা ছিল কিছুটা আশ্চর্য্যের। তারা প্রথম টেস্ট জিতে এমনিতেই এগিয়ে আছে। কেপটাউনের পিচ কেমন বাউন্সি সেই আভাস আগেই ছিল, তাই আগে ব্যাট নেওয়াটা আত্মঘাতিই বটে! যার ফলও পেয়েছে স্বাগতিক প্রোটিয়ারা, প্রথম ইনিংসে তারা মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায়। এরপর নিজেদের প্রথম ইনিংসে ভারত ১৫৩ রান করে ৯৮ রানের লিড নেয়। কিন্তু শেষদিকে বাধে বিপত্তি, শূন্য রানেই শেষ ৬ উইকেট হারায় সফরকারীরা।

আগে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ে পড়ে প্রোটিয়ারা। শেষ পর্যন্ত প্রথম দিনের প্রথম সেশনের খেলার মাত্র ২৩ দশমিক ২ ওভারে ৫৫ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। স্বাগতিক ব্যাটারদের হয়ে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল দু’জন। কাইল ভেরান্নে ৩০ বলে ১৫ ও ডেভিড বেডিংহ্যাম ১৭ বলে ১২ রান করেছেন। বাকিরা আউট হয়েছেন ৫ রানের নিচে থেকে। শূন্য রানে আউট হন একমাত্র মার্কো জানসেন। এদিন প্রোটিয়া ব্যাটিংয়ে ধস নামান মোহাম্মদ সিরাজ। ৯ ওভার বল করে ৩ মেইডেনে মাত্র ১৫ রান খরচায় একাই তুলে নেন ৬ উইকেট। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৬ উইকেট শিকার করেছেন তিনি। এ নিয়ে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ বা তার বেশি উইকেট পেলেন সিরাজ। এছাড়া মুকেশ কুমার ও জসপ্রীত বুমরাহ দুটি করে উইকেট পেয়েছেন।

৫৫ রানে অলআউটের ম্যাচে বেশ কিছু বিব্রতকর রেকর্ডও গড়েছে দক্ষিণ আফ্রিকা। অতীতে ৫৫ রানের কমে আরও অন্তত ৭ বার অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে ১৯৩২ সালের পর নিজেদের টেস্ট ইতিহাসে আজই সর্বনিম্ন সংগ্রহের রেকর্ড গড়ল ডিন এলগারের দল। সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৩৬ রানেই অলআউট হয় প্রোটিয়ারা। এ ছাড়া ভারতের বিপক্ষেও যে কোনো দলের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড এটি। 

পরে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারত নিয়মিত বিরতিতে উইকেট হারালেও, তুলনামূলক তারা শক্ত অবস্থানেই ছিল। তবে তাদের শেষ চার ব্যাটসম্যানই শূন্য রানে আউট হয়েছেন। সবমিলিয়ে ডাক খেয়েছেন ৫ ব্যাটসম্যান। চা-বিরতির পর একপর্যায়ে ভারতের রান ছিল ৪ উইকেটে ১৫৩। তারপর মাত্র ১১ বলের ব্যবধানে ভারতের বাকি ৬টি উইকেট পড়ে যায়। ১৫৩ রানেই অলআউট হয় তারা। কোহলির সর্বোচ্চ ৪৬ ছাড়া ভারতের পক্ষে অধিনায়ক রোহিত শর্মা ৩৯ এবং শুভমান গিল ৩৬ রান করেন। এছাড়া সফরকারীদের আর কোনো ব্যাটসম্যানই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। প্রোটিয়াদের হয়ে সমান ৩টি করে উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা ও নান্দ্রে বার্গার।

শেষদিকে প্রোটিয়াদের জাদুকরী বোলিংয়ে ভারতের লিড আরও বড় হতে পারেনি। কিন্তু এরপর তাদের ব্যাটিংও হয়নি সুবিধামতো। প্রথম দিন শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেট হারিয়ে ৬২ রান করেছে। হাতে আছে ৭ উইকেট, তবে এখনও তারা ৩৬ রানে পিছিয়ে। এলগার ১২, টনি ডি’জর্জি ও ত্রিস্তান স্টাবস সমান ১ রান করে আউট হয়েছেন।

ভারতের হয়ে মুকেশ কুমার ২৫ রানে ২ উইকেট নিয়েছেন। ফিরিয়েছেন এলগার এবং ডি’জর্জিকে। স্টাবসকে ফিরিয়েছেন বুমরাহ।

এএইচএস