অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। সিডনিতে অনুষ্ঠিত শেষ ম্যাচটি স্তন ক্যান্সার বিরোধী প্রচারণার জন্য বেছে নেওয়া হয়েছিল। মরণঘাতি এই ব্যধির বিষয়ে সচেতনতা তৈরির জন্য সাবেক অজি পেসার গ্লেন ম্যাকগ্রা ফাউন্ডেশনের সঙ্গে কাজ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। পরবর্তীতে ম্যাচ শেষে ম্যাকগ্রার পরিবারের সদস্যদের সঙ্গে ক্রিকেটাররা হাত মেলান। যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।

দুটি প্রতিষ্ঠানের চুক্তির অংশ হিসেবে আগে থেকেই সিডনিতে অনুষ্ঠিত টেস্ট কিংবা ওয়ানডে ম্যাচের যেকোনো একদিন গোলাপি ক্যাপ পরে খেলেন ক্রিকেটাররা। এবারও এসসিজিতে পাকিস্তান ও অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের গোলাপি ক্যাপ দেওয়া হয়। ওই রংয়ে রাঙে পুরো গ্যালারিও। কারণ দর্শকদেরও গোলাপি ক্যাপ দেওয়া হয়েছিল।

সিডনি টেস্টের তৃতীয় দিনটিকে বেছে নেওয়া হয়েছিল স্তন ক্যান্সারের প্রচারের জন্য। মাঠে নামার সময় দু’দলের ক্রিকেটারদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ম্যাকগ্রার পরিবার এবং ফাউন্ডেশনের সদস্যরা। ক্রিকেটারদের মাঠে ঢোকার পথে বিছিয়ে দেওয়া হয়েছিল গোলাপি কার্পেট। দু’দলের ক্রিকেটাররা মাঠে ঢোকার সময় সেই কার্পেটের একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন ম্যাকগ্রা পরিবারের নারী সদস্যরাও। এ সময় তারা ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করে সচেতনতায় অংশ নিতে সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছিলেন।

অস্ট্রেলিয়ার মতো পাকিস্তানের ক্রিকেটাররাও মাঠে নামেন গোলাপি ক্যাপ পরে। শান মাসুদ, বাবর আজমরা ম্যাকগ্রা পরিবারের নারী সদস্যদের সঙ্গে হাত মেলালেও, তেমনটা করেননি রিজওয়ান। তিনি দু’হাত জড়ো করে তাদের প্রতি সম্মান দেখান। জবাবে তাকে একইভাবে উষ্ণ জবাব দেন ম্যাকগ্রা পরিবারের সদস্যরাও। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরা।

ম্যাকগ্রার সঙ্গে ফাউন্ডেশনের প্রচারণায় পাকিস্তান ক্রিকেট দল

উল্লেখ্য, স্তন ক্যান্সার নিয়ে কাজ করে ম্যাকগ্রা ফাউন্ডেশন। রোগটি নিয়ে সচেতনতা তৈরির জন্য এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন ম্যাকগ্রার স্ত্রী জেন। তিনি কয়েক বছর স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর ২০০৮ সালে মারা যান। নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, স্তন ক্যান্সারে আক্রান্তদের চিকিৎসায় সাহায্যও করে থাকেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার। স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা প্রচারের জন্য সিএ’র সঙ্গে চুক্তিও রয়েছে ম্যাকগ্রা ফাউন্ডেশনের।

এএইচএস