আকরাম খানকে নিয়ে স্বস্তির খবর
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক আকরাম খান। গত ৯ এপ্রিল করোনা পজেটিভ হন আকরাম। এরপর নিজ বাসায় আইসোলেশনে ছিলেন তিনি। তবে হঠাৎ কাশির মাত্রা বেড়ে যাওয়ায় গত ১৫ এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে অনেকটাই সেরে উঠেছেন তিনি। শঙ্কা কেটে যাওয়ায় চাইলে হাসপাতাল ছাড়তে পারেন যেকোনো সময়।
আকরাম খানের শরীরের বর্তমান অবস্থা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের প্রধান দেবাশিষ চৌধুরী বলেন, ‘বিষয়টা তো আমাদের হাতে নেই। তবে আমরা খোঁজখবর রাখছি। আমার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছিল। জেনেছি তিনি এখন আগের থেকে বেশ ভালো আছেন। পরীক্ষার ফলও সব ভালো এসেছে। কাশিও আগের থেকে কমে এসেছে।’
বিজ্ঞাপন
কিন্তু কবে হাসপাতাল ছাড়বেন আকরাম, সেটি এখনো নিশ্চিত নয়। দেবাশিষ চৌধুরী জানালেন, ‘এখানে দুইটি বিষয় আছে, উনি চাইলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে এখনই হাসপাতাল ছাড়তে পারেন। তবে এসব ক্ষেত্রে সুস্থ হওয়ার পর দুই-তিনদিন পর্যবেক্ষণে থাকা ভালো। আর উনি তো এখনো পজিটিভ (কোভিড) আছেন। সেক্ষেত্রে ছাড়পত্রের জন্য অপেক্ষা করতে পারেন।’
গত ৯ এপ্রিল করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিয়েছিলেন আকরাম। সেদিন রাতেই ফল হাতে পেয়েছেন। পজিটিভ আসায় নিজ বাসায় আইসোলেশনে ছিলেন আকরাম। এরপর হঠাৎ করে কাশির মাত্রা বেড়ে যায় তার। ফলে কিছু পরীক্ষানিরীক্ষা করালে জানা যায়, ফুসফুসে ৩৫ ভাগ সংক্রমণ রয়েছে। অক্সিজেন স্যাচুরেশন লেভেল স্বাভাবিক থাকলেও বাড়তি সতর্কতার জন্য চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয় আকরামকে।
বিজ্ঞাপন
টিআইএস/এটি