ব্যর্থ মুমিনুল-সাদমান, দুই উইকেট মিরাজের
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের আগে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুইদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছেন তামিম ইকবাল, মুমিনুল হকরা। ম্যাচের প্রথম দিন গতকাল (শনিবার) আগে ব্যাট করে লাল দল। আজ রোববার সবুজ দলের হয়ে ব্যাট করতে নেমে ব্যাটিং প্রস্তুতিটা ঠিকঠাক সারতে পারলেন না সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বিরা। অধিনায়ক মুমিনুল ফিরেছেন শূন্য রানে। বল হাতে দুই উইকেট নিয়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।
ম্যাচের দ্বিতীয় দিনে ৩ উইকেট হারিয়ে ৮৯ রানে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে সবুজ দল। এদিন ২৭ রানে করে স্বেচ্ছায় অবসরে গেছেন ওপেনার লিটন দাস। টেস্ট স্পেশালিস্টের তকমা পাওয়া সাদমান আউট হয়েছেন ১৯ রান করে। রানের খাতা খোলার আগেই ফিরে গেছেন মুমিনুল। রাব্বি আউট হন ১৫ রান করে। মিঠুন ১৯ ও শুভাগত ৫ রানে অপরাজিত থেকে দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন।
বিজ্ঞাপন
এর আগে গতকাল (শনিবার) ম্যাচের প্রথম দিনে আগে ব্যাট করে লাল দল। মাত্র ১ উইকেট হারিয়ে ৩১৪ রানে দিনের খেলা শেষ করে তারা। লাল দলের হয়ে ওপেন করতে নেমে ব্যক্তিগত ৬৩ রান করে অন্য ব্যাটসম্যানদের সুযোগ দিতে অবসরে যান অধিনায়ক তামিম। ব্যক্তিগত ফিফটির পর একই পথে হাঁটেন শান্ত (৫৩), সাইফ (৫২), ও মুশফিক (৬৬)। ৪৮ রান করে স্বেচ্ছায় অবসরে যান নুরুল হাসান সোহান। দিনের খেলা শেষে ২৪ রানে অপরাজিত থাকেন মিরাজ। আজ অবশ্য আর ব্যাটিংয়ে নামেননি তিনি।
এক নজরে দুই দলের স্কোয়াড-
বিজ্ঞাপন
লাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ ও একজন সাপোর্ট স্টাফের সদস্য।
সবুজ দল: সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী রাব্বি, শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, শহিদুল ইসলাম ও মুকিদুল ইসলাম।
টিআইএস/এটি