ইংল্যান্ড সিরিজেও অনিশ্চিত শামি
সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরে চোটের কারণে খেলতে পারেননি মোহাম্মদ শামি। একই কারণে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক সূত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মিলিয়ে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ২৫ জানুয়ারি হায়দরাবাদে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। বিশাখাপট্টনমে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। এই দুই ম্যাচে শামিকে পাওয়ার সম্ভাবনা খুবই কম।
বিজ্ঞাপন
অথচ গত বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন এই পেসার। আসরে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছিলেন তিনি। ইংলিশদের বিপক্ষে তিনি খেলতে না পারলে সেটা ভারতের জন্য বড় ঘাটতির জায়গা হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, 'শামি এখনো বোলিং শুরু করেনি। তাকে এনসিএতে (জাতীয় ক্রিকেট একাডেমি) গিয়ে আগে ফিটনেস পরীক্ষা করাতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য তাকে নিয়ে আমরা ঠিক নিশ্চিত নই। আর যাদবের ক্ষেত্রে প্রত্যাশার চেয়েও বেশি সময় লাগবে। হার্নিয়ার অস্ত্রোপচার করানোর পর দৌড়ানো শুরু করতে তার হয়তো ৮ থেকে ৯ সপ্তাহ সময় লাগবে। আশা করি আইপিএলে সে ফিট হয়ে উঠবে।’
বিজ্ঞাপন
এ ছাড়া টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান সূর্যকুমার যাদবও হার্নিয়ার সমস্যায় ভুগছেন এবং তার অস্ত্রোপচার করাতে হবে। আইপিএল শুরুর আগেই সূর্যকুমার পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। ২২ মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল।
এইচজেএস