বিপিএল নিয়ে নিজের লক্ষ্যের কথা জানালেন রনি
বিপিএলে আগের আসরে দারুণ পারফর্ম করে কপাল খুলেছিল রনি তালুকদারের। ওই আসরে তিনি সেরা রান সংগ্রাহকদের একজন ছিলেন। আসন্ন দশম বিপিএলেও রনি নিজের সক্ষমতার প্রমাণ দিতে চান। এবারের আসরেও তার মূল লক্ষ্য সর্বোচ্চ রান করা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আজ (বুধবার) এমনটাই জানান রনি।
রনি বলেন, ‘প্রতিবারই আমার একটা পরিকল্পনা থাকে। এবারও একই রকম পরিকল্পনা নিয়ে এগোতে চাই। আমি চাই যেন ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারি, এটাই আমার মূল লক্ষ্য। আমার পরিকল্পনা আছে সর্বোচ্চ রান করার। তার চেয়েও বেশি আমি ম্যাচ উইনিং পারফরম্যান্স করতে চাই।’
বিজ্ঞাপন
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেলেও, সেভাবে কিছু করতে পারেননি রনি। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তিনি ফের দলে জায়গা পাবেন কি না সেই প্রশ্ন উঠেছে। এ নিয়ে রনি বলেন, ‘দেখেন, এখনও বিশ্বকাপের অনেকদিন বাকি। তার আগে অনেক সিরিজ আছে। সেগুলো বাদ দিয়েও আমি এখন সম্পূর্ণ ফোকাসটাই বিপিএল নিয়ে করছি।’
সাকিবকে নিয়ে বড় স্বপ্নের কথাও জানান এই ডানহাতি ব্যাটসম্যান, ‘সাকিব আল হাসান নম্বর ওয়ান খেলোয়াড়, এটা আপনারাও জানেন। উনি থাকায় আমাদের দলের ভারসাম্য তৈরি হয়েছে। একটা ব্যালেন্স টিম তৈরি করেছে রংপুর রাইডার্স। ওভাবে এখনও পরিকল্পনা হয়নি (বিপিএল নিয়ে), কারণ উনিও তো ব্যস্ত ছিল নির্বাচন নিয়ে। দেখা যাক আগামীকাল বা সামনে আসবে, তখন আবার কথা হবে বিপিএল নিয়ে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
রংপুর ভালো দল হলেও, মাঠেই নিজেদের ভালো করতে হবে– এমন বাস্তবতাও স্বীকার করেছেন রনি, ‘চ্যাম্পিয়ন হতে হলে আপনাকে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। এখানে নবি (মোহাম্মদ নবি) ভাই আছে, হজরতউল্লাহ জাজাই আছে। এরা অবশ্যই ভালো প্লেয়ার। বললাম না রংপুর রাইডার্স একটা ভারসাম্যপূর্ণ দল গড়েছে, আমাদের এখন মাঠে পারফর্ম করতে হবে। আমরা চাইব মাঠে ভালো কিছু করার।’
এসএইচ/এএইচএস