দুই পজিশনে লিটনের অর্ধশতক, প্রস্তুতিপর্ব শেষ বাংলাদেশের
আউট হয়ে ফিরছেন মুমিনুল/বিসিবি
যেহেতু প্রস্তুতি ম্যাচ, আউট-নট আউটের চেয়ে প্রস্তুতিটাই বড় এ ম্যাচে। ওপেনার লিটন দাস আর অধিনায়ক মুমিনুল হক যেমন এর ফায়দা তুললেন। তুললেন বাকিরাও। তাতে টেস্ট সিরিজের আগে স্বল্প সময়ে সাধ্যমতো প্রস্তুতিটা সেরেছে বাংলাদেশ দল।
বড় পরিসরের ক্রিকেটে সাধারণত সাত আটে ব্যাট করা লিটন দাসকে এদিন নামিয়ে দেওয়া হয়েছিল ইনিংসের শুরুতে। গোরাপত্তন করতে এসে ২৭ রানে ছিলেন অপরাজিত। এরপর আবারও নেমেছেন সাত নম্বরে, ৬৪ করে গিয়েছেন স্বেচ্ছাবসরে। ওপেনার লিটনের পর উইকেটে এসেছিলেন মুমিনুল হক, শূন্য রানে আউট হয়েও এরপর পেয়েছেন রানের দেখা। করেছেন ৪৭ রান।
বিজ্ঞাপন
লিটনের সঙ্গে উদ্বোধনী জুটিতে আসা সাদমান ইসলাম করেন ১৯ রান, মোহাম্মদ মিঠুন এসে খেলেছেন ২৮ রানের ইনিংস। মূল দলের লড়াইয়ে থাকা ইয়াসির আলি, শুভাগত হোমদের ছাপিয়ে বোলার শফিউল ইসলাম আবার করেছেন ২০ রান। সব মিলিয়ে ৭১ ওভার শেষে ২২৫ রান তোলে মুমিনুলের নেতৃত্বাধীন সবুজ দল। মেহেদি হাসান মিরাজ ৪১ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট গিয়েছে আবু জায়েদ রাহি ও তাইজুলের ঝুলিতে।
এর আগে প্রথম দিন তামিমের নেতৃত্বাধীন লাল দল তামিম, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন, সাইফ হাসানের অর্ধশতক ও নুরুল হাসানের ৪৮ মিলিয়ে ৮১ ওভারে তোলে ৩১৪ রান। আগামীকাল সোমবার সকালে ক্যান্ডিতে পা রাখবে বাংলাদেশ দল। প্রাথমিক দল থেকে প্রথম টেস্টের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হবে তখনই। এরপর বুধবার সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কার।
বিজ্ঞাপন
এনইউ