আজকের বিসিবির সঙ্গে দুই দশক আগের বিসিবির চিত্রের বড় ফারাক। শুরুর দিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দ্বিতীয় তলায় ছোট্ট একটি কর্ণারে ছিল বিসিবির কার্যালয়। প্রশাসনিক ও বোর্ডের কর্মকর্তারা সেই ছোট্ট পরিসরে কাজ করতেন। ওয়ানডে, টেস্ট স্ট্যাটাস অর্জনসহ অনেক স্মৃতি এই অফিসে। বিসিবির গুলশান নাভানা টাওয়ার হয়ে মিরপুর অফিসে এক যুগের বেশি সময়।

কালের বিবর্তনে বিসিবি’র বঙ্গবন্ধু স্টেডিয়ামের কার্যক্রম কমতে কমতে এখন নিষ্ক্রিয়। কয়েক বছর ধরে এভাবেই ছিল বিসিবির অফিস। জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির পুরনো অফিস বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতিকে হস্তান্তর করেছে। ক্রীড়া লেখক সমিতির পুরনো অফিস অন্য ফেডারেশন অফিস হিসেবে ব্যবহার করবে।

ক্রীড়া লেখক ও সাংবাদিকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। বঙ্গবন্ধু স্টেডিয়ামের দ্বিতীয় তলাতেই ক্রীড়া লেখক সমিতির কার্যালয়। সদস্য ও কর্মপরিধি ব্যাপকতা বাড়ছে দিনকে দিন। তাই জাতীয় ক্রীড়া পরিষদের কাছে বিসিবি’র সাবেক অফিসের জন্য আবেদন করে সমিতি। জাতীয় ক্রীড়া পরিষদ সমিতির নতুন অফিসের বরাদ্দ মাসখানেক আগে দিলেও গত সপ্তাহে চাবি হস্তান্তর করেছে। বিসিবি তাদের পুরনো অফিসের সব মালামাল সরিয়ে নিয়েছে। ক্রীড়া লেখক সমিতি নতুন কার্যালয় নিজেদের মতো করে সজ্জিত করবে।

আজ আনুষ্ঠানিকভাবে সমিতি নতুন কার্যালয়ে পথচলা শুরু করে দোয়া মাহফিলের মাধ্যমে। সমিতির সদস্যরা ছাড়াও বিভিন্ন দেশের কর্মকর্তারা এতে অংশ নেন।

এজেড/এইচজেএস