রাসেল আমার ছোট ভাই : পাপন
যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে আজ পথচলা শুরু করলেন নাজমুল হাসান পাপন। প্রথম কর্মদিবসে তিনি সদ্য বিদায়ী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের প্রশংসা করেছেন।
নাজমুল হাসান পাপন তার পূর্বসুরী রাসেল সম্পর্কে বলেন, 'সে অনেক ভালো কাজ করেছে। অন্য অনেকের চেয়েও সে ভালো কিছু করার চেষ্টা করেছে।’
বিজ্ঞাপন
জাহিদ আহসান রাসেল গত বছর এক গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ক্রিকেট বোর্ড অবাধ্য সন্তান।' আজ এ নিয়ে প্রশ্ন করা হলে নাজমুল হাসান পাপন বলেন, 'রাসেল এই কথা বলতেই পারে না। সে আমার ছোট ভাই। এই কথা বলার প্রশ্নই আসে না।’
জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী থাকাবস্থায় কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ক্রীড়া-কূটনীতি নিয়ে কাজ করেছেন। নতুন মন্ত্রীরও সে রকম কিছু করার লক্ষ্য, 'আজ প্রথম দিনই চিন্তা হয়েছে সরকার টু সরকার কিছু কাজ করার বিষয়ে ক্রীড়াঙ্গনের উন্নয়নের লক্ষ্যে। অনেক রাষ্ট্রদূতের সঙ্গে আমার নানা সময় আলোচনা হয়। তারা বিভিন্ন খেলায় আগ্রহ প্রকাশ করে। সামনে এগুলো কাজে লাগানোর চেষ্টা করব।’
বিজ্ঞাপন
এজেড/এইচজেএস