পান্তের দিল্লিকে পাঞ্জাবের দু’শ ছোঁয়া চ্যালেঞ্জ
মায়াঙ্ক আগারওয়াল আর লোকেশ রাহুলের উদ্বোধনী জুটিই বড় স্কোরের ভিত গড়ে দিয়েছিল পাঞ্জাবের/ক্রিকইনফো
উদ্বোধনী জুটিতে দল এক’শ পেরোলো দশ ওভারের একটু পরই। এ অবস্থা থেকে ২০০ ছাড়ানো স্কোরের আশা করতেই পারে যে কোনো দল। কিন্তু পাঞ্জাব কিংসের সে আশা পূরণ হলো না মাঝের ব্যাটসম্যানদের ব্যর্থতায়। তবে যা হয়েছে তাও কম কিছু হয়নি, ঋষভ পান্তের দিল্লির সামনে ১৯৬ রানের চ্যালেঞ্জ ঝুলিয়ে দিয়েছে প্রীতি জিনতার পাঞ্জাব।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠিয়েছিলেন দিল্লি অধিনায়ক পান্ত। ‘ভুল করে ফেললে বন্ধু’, বার্তাটা দিতেই যেন মায়াঙ্ক আগারওয়াল আর লোকেশ রাহুলের উদ্বোধনী জুটি ১০০ পেরিয়ে যায় ৬২ বলে। ১২.৪ ওভারে তুলে ফেলল ১২২ রান। ২০০ ছাড়ানো সংগ্রহ তখন ভালোভাবেই আছে দলটির থিংক ট্যাঙ্কের চিন্তায়।
বিজ্ঞাপন
তবে তখনই আউট হয়ে ফিরলেন মায়াঙ্ক। সেঞ্চুরির দারুণ সুযোগ ছুঁড়ে ফেলে তিনি ফেরেন ৬৯ রানে। এরপর রাহুল টিকলেন আরও দুটো ওভার। ৬১ রানে তিনি যখন আউট হচ্ছেন, দলের সংগ্রহ দাঁড়ায় তখন ১৪১ এ, বল তখনো বাকি ২৮ টি। এ অবস্থান থেকে ২০০ খুব সম্ভবই ছিল দলটির জন্য।
তবে এরপর যেন খানিকটা ছন্দপতনই হলো। তিনে নেমে গেইল ৯ বল খেলে করলেন মাত্র ১১। নিকলাস পুরানও হতাশ করলেন ৮ বলে ৯ রানের ইনিংস খেলে।
ভাগ্যিস অন্য পাশে দীপক হুদা ছিলেন। তার ১৩ বলে ২২ আর শেষ ওভারে যোগ দেওয়া শাহরুখ খানের ৫ বলে ১৫তে ভর করে এরপর পাঞ্জাব দাঁড় করায় ১৯৫ রানের লড়াকু এক সংগ্রহ।
বিজ্ঞাপন
এনইউ