ইনজুরির থাবা পাকিস্তান শিবিরে, একাদশে ৩ পরিবর্তন
নিউজিল্যান্ডের বিপক্ষে ইতোমধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচে হেরে ব্যাকফুটে আছে পাকিস্তান। পাঁচ ম্যাচের সিরিজ বাঁচানোর লক্ষ্যে আগামীকাল তৃতীয় লড়াইয়ে নামবেন শাহিন আফ্রিদিরা। তবে তার আগেই পাকিস্তান শিবিরে ইনজুরি থাবা বসিয়েছে। তরুণ পেসার আব্বাস আফ্রিদি চোটের অস্বস্তিতে আছেন, তার পরিবর্তে একদিন আগে (মঙ্গলবার) ঘোষিত একাদশে নেওয়া হয়েছে আরেক পেসার ওয়াসিম জুনিয়রকে। একইসঙ্গে পাকিস্তানের তৃতীয় টি-টোয়েন্টির একাদশে আরও দুটি পরিবর্তন আনা হয়েছে।
আগের দুই ম্যাচ খেলা লেগস্পিনার উসামা মির ছিলেন বেশ খরুচে। সবমিলিয়ে এক উইকেট নিলেও তিনি ১১.২৫ ইকোনমিতে রান দিয়েছেন। সে কারণে তাকে বিশ্রাম দিয়ে একাদশে নেওয়া হয়েছে আরেক স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ব্যাট-বলে দারুণ নৈপুণ্য দেখানো আমের জামালকেও বসানো হয়েছে এই ম্যাচে। কিউইদের বিপক্ষে বল হাতে তিনি সেভাবে কোনো অবদান রাখতে পারেননি। রান দিয়েছে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১২.১২ ইকোনমিতে। তার পরিবর্তে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ পেসার জামান খানকে একাদশে অন্তর্ভূক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইরা আগে ব্যাট করে ২২৬ রান তুলেছিল। জবাবে পাকিস্তান গুটিয়ে যায় ১৮০ রানে। ৪৬ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে তারা একই ফল দেখে ২১ রানের ব্যবধানে। ওই ম্যাচে জয়ের আশা জাগিয়েছিলেন বাবর আজম ও ফখর জামানরা। তবে শেষ পর্যন্ত কিউইদের নেওয়া ১৯৪ রানের জবাবে সফরকারীরা অলআউট হয় ১৭৩–এ। ফলে স্বাগতিক কিউইরা সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে মুখোমুখি হবে দু’দল। শেষ দুই টি-টোয়েন্টি হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। যথাক্রমে দু’দল মোকাবিলা করবে ১৯ ও ২১ জানুয়ারি।
তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের একাদশ : মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, বাবর আজম, ফখর জামান, ইফতিখার আহমেদ, আজম খান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, জামান খান ও হারিস রউফ।
এএইচএস