আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে বিপিএলের দশম আসর। আগামীকাল (শনিবার) দুপুরে রয়েছে আরেকটি হাইভোল্টেজ ম্যাচ। এই ম্যাচের প্রতিপক্ষ রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালকে ছাপিয়ে আলোচনায় সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। মাঠের বাইরের অনেক ইস্যু নিয়েই ওয়ানডে বিশ্বকাপের আগে থেকে দেশের বড় দুই তারকা আলোচনায় রয়েছেন। 

দু’জনের আসন্ন লড়াই নিয়ে আজ মিরপুরে বরিশালের অলারাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমরা তো এই রকম কখনোই চিন্তা করি না। আপনি যেটা বললেন সাকিব ভাই ভার্সেস তামিম ভাই যে লড়াই, আপনি যার সঙ্গে খেলেন না কেন— তারা কিন্তু প্রতিপক্ষ। সেটা আপনি যে টিমের সঙ্গেই খেলেন না কেন। আবার যখন একসঙ্গে খেলেন, তখন সেই প্রতিপক্ষ হয়ে যায় টিমমেট। ক্রিকেট খেলায় আপনি যারই প্রতিপক্ষ হন না কেন, সেই আপনার প্রতিপক্ষ এবং মাঠে কিন্তু কেউ কাউকে ছাড় দেন না। সেটা যেই হোক।’

‘আমি যদি আমার বন্ধুর সঙ্গে খেলি কখনোই ছাড় দেব না। প্রতিপক্ষ মানেই প্রতিপক্ষ। খেলার ভেতর সেটা, বাইরে আবার বন্ধু, সবাই আবার ভাই। খেলায় যেই থাকুক না কেন, সেই প্রতিপক্ষ’, আরও যোগ করেন টাইগার অলরাউন্ডার।

শিরোপা জিততে পরিশ্রমের পাশাপাশি ভাগ্যেরও সাহায্য চান মিরাজ, ‘শিরোপা জিততে হলে কিন্তু অনেক কঠোর পরিশ্রম করতে হয়। সহজে কখনও শিরোপা জেতা যায় না। আর আমরা সেভাবেই কষ্ট করছি, চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার জন্য এবং আমাদের দলের মধ্যে ওই সম্ভাবনা আছে। এবং আমি মনে করি যে ভাগ্যেরও দরকার আছে।’

তিনি আরও বলেন, ‘প্রত্যাশা একটাই, ইনশা-আল্লাহ চ্যাম্পিয়ন হতে হবে। গত বছরও আমি একটা কথা বলে এসেছিলাম, এ বছরও বলছি যে আমি কখনও বিপিএল চ্যাম্পিয়ন হতে পারিনি। একবার চ্যাম্পিয়ন হতে চাই। আর চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে রসদ দরকার, সেগুলো আমরা প্র্যাকটিসে করেছি। চেষ্টা করব চ্যাম্পিয়ন হওয়ার জন্য।’

এসএইচ/এএইচএস