কুমিল্লাকে এক সুতোয় গেঁথেছেন রিজওয়ান
টি-টোয়েন্টিতে বরাবরই ধারাবাহিক মোহাম্মদ রিজওয়ান। ব্যাট হাতে রান করার পাশাপাশি উইকেটের পেছনেও বেশ সফল এই উইকেটকিপার ব্যাটার। আর ক্রিকেটের বাইরে একজন ভালো মানুষ হিসেবেও সুনাম আছে এই পাকিস্তানির। সবমিলিয়ে রিজওয়ানের মতো ক্রিকেটারকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আজ বৃহস্পতিবার রিজওয়ানকে নিয়ে কুমিল্লার ব্যাটার জাকের আলি অনিক বলেন, 'তিনি সবসময় পরামর্শ দেন। কীভাবে ভালোদেকরা যায়। খেলা ছাড়াও দৈনন্দিন জীবনে কীভাবে আরও ভালো করা যায়.. ওরকম সাজেশানও (পরামর্শ) দিয়ে থাকেন। আসলে তার সঙ্গে আমি একটু বেশিই থাকি। আমি চাই, তার ভালো দিকগুলো নিতে। সবসময় ইতিবাচক কথা বলেন।'
বিজ্ঞাপন
'রিজওয়ান ভাই গতবার যখন আসেন, তার আগে আমরা তিনটা ম্যাচ হেরেছিলাম। সবসময় এসে তিনি সবাইকে এক করার চেষ্টা করেন। তিনি এবার রাতে এসে পরের দিন সকালে নিজে গিয়ে সবার সাথে দেখা করেন। কথা-বার্তা বলেন। কীভাবে জেতা যায়, তিনি দায়িত্ব নিয়েই কাজগুলো করেন।'-আরো যোগ করেন রিজওয়ান।
ম্যাচ হারের পর ড্রেসিরুমের পরিবেশের অবস্থা নিয়ে জাকের বলেন, 'ম্যাচ হারার পর আমরা চাপহীন ছিলাম। এবার কোনো চাপ ছিল না। গতবারের মতো। গতবারও কোনও চাপ ছিল না। স্যার (রিজওয়ান) একটা কথাই বলেন। নিজেদের কাজটা ঠিকমতো করলেই হবে।'
বিজ্ঞাপন
এসএইচ/এইচজেএস