জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের আন্তব্যাচ বন্ধনের সম্পর্কের কথা কম-বেশি সবারই জানা। সেই বন্ধন থেকেই সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ২০২২ সালে জাবি ৫০ বল টুর্নামেন্ট আয়োজন করেছিল। এক বছর বিরতি দিয়ে সেই টুর্নামেন্ট আবার মাঠে গড়াচ্ছে। 

আগামী ২ ফেব্রুয়ারি রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটির স্কুল অ্যান্ড কলেজ মাঠে শুরু হবে জাবিয়ানদের এই ক্রিকেট টুর্নামেন্ট। ফেব্রুয়ারি মাসের প্রতি শুক্র ও শনিবার টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। গত আসরে ১৪ টি দল অংশ নিলেও এবার সেটি বেড়ে দাঁড়িয়েছে ১৬’তে। দলগুলো গঠন হয়েছে জাহাঙ্গীরনগরের নিজস্ব সংস্কৃতি অনুযায়ী ব্যাচভিত্তিক।

দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনা নয়, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রেও অনেক ভূমিকা রেখেছে। সংস্কৃতির রাজধানী খ্যাত জাহাঙ্গীরনগরের সাবেক শিক্ষার্থী মাহফিজুর রহমান সাগর বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিকে দেশের পতাকা বহন করেছিলেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন খেলায় জাবির শিক্ষার্থীরা দেশকে প্রতিনিধিত্ব করে আসছেন। হাল আমলে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের আশিকুর রহমান শিবলী সর্বশেষ উদাহরণ।

মুশফিকুর রহিম, মাসুদুর রহমান মুকুল, সানোয়ার ও সালাউদ্দিনরা ভিন্ন ভিন্ন দায়িত্বে ক্রিকেটে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। কেউ দেশের বাইরে, কেউ ঢাকার বাইরে থাকলেও শনিবার (২৭ জানুয়ারি) জার্সি উন্মোচন অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে ৫০ বল ক্রিকেটে নিজেদের সম্পৃক্ততা রেখেছেন। 

অনুষ্ঠানে সশরীরে এসেছিলেন সাবেক তারকা ক্রিকেটার হাসানুজ্জামান ঝড়ু, ভিভ ও জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলা জাবির অনেক সাবেক শিক্ষার্থীরা। সাবেক ক্রীড়াবিদরা অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করলেও মূল প্রাণ ছিলেন আসা সবাই। পেশা, ব্যাচ, বয়স সব ছাপিয়ে জাবিয়ান আড্ডায় মুখরিত ছিল অনুষ্ঠান স্থল। 

এমন মুহূর্তের জন্য কৃতিত্ব টুর্নামেন্টের আয়োজক জাবির সাবেক শিক্ষার্থী শিপন, জোসি, মাসুম,দেবাশীষ, সজীবসহ আরও অনেকের। যারা পেশাগত ও পারিবারিক ব্যস্ততার মধ্যেও বিশ্ববিদ্যালয়ের টানে তারা এই টুর্নামেন্ট আয়োজনের ঝক্কি বয়ে চলছেন। মাঠের লড়াইটা স্রেফ আনুষ্ঠানিকতা। জাবিয়ানদের মিলনমেলাই মূল আনন্দ।

এজেড/কেএ