বিলাল খানের তোপে নড়বড়ে পুঁজি সিলেটের
হ্যাটট্রিক হারের পর নিজেদের চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের খোঁজে মাঠে নেমে ব্যাটারদের ব্যর্থতায় শুরুটা ভালো হলো না সিলেট স্ট্রাইকার্সের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওমানি পেসার বিলাল খানের তোপে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩৭ রান তুলতে পেরেছে মাশরাফি বাহিনী।
সিলেটের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস আইরিশ ব্যাটার হ্যারি টেক্টরের। দুই ছক্কা ও এক ছয়ের মারে ৪২ বলে ৪৫ রান করেছেন তিনি। চট্টগ্রামের হয়ে দিনের সেরা বোলার বিলাল খান। সিলেটের পতন হওয়া চার উইকেটের তিনটিই এই পেসারের দখলে গেছে।
বিজ্ঞাপন
চলতি বিপিএলে ১৩তম ম্যাচে এসে টসে জিতে কোনো দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতে বাউন্ডারিতে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন সিলেট ওপেনার নাজমুল হোসেন শান্ত।
তবে আগের তিন ম্যাচের মতো এদিনও নিজের প্রতি সুবিচার করতে পারলেন না বাঁ-হাতি এ ব্যাটার। বিলাল খানের সুইংয়ে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তিনি। তার আগে করতে পেরেছেন ৭ বলে মাত্র ৫ রান। আরেক ওপেনার মোহাম্মদ মিঠুনও নামলেন আর উঠলেন যেন।
বিজ্ঞাপন
শুরুর ধাক্কা সামলে দলের হাল ধরেন হ্যারি টেক্টর ও জাকির হাসান। দুজনের জুটিতে আসে সর্বোচ্চ ৫৭ রান। গত ম্যাচের মতো এদিনও দারুণ খেলছিলেন জাকির। ১১তম ওভারে নিহাদউজ্জামানকে তুলে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন তরুণ এই ব্যাটার। প্যাভিলিয়নে ফেরার আগে ২৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩১ রান করেন তিনি।
অপরপ্রান্তে থাকা টেক্টর বেশ খানিকটা সময় ক্রিজে টিকে থাকলেও খুব একটা স্বস্তিতে ছিলেন না। একবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি। শেষ পর্যন্ত ৪২ বলে ২ চার ও ১ ছক্কায় ৪৫ রান করে বিলাল খানের বলে কাটা পড়েছেন।
রায়ার্ন বাল শেষের দিকে ঝড় তুলতে পারেননি। ২৯ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। ১২ বলে ১ বাউন্ডারি ও ১ ছক্কায় ১৭ অপরাজিত ১৭ রান করেছেন আরিফুল ইসলাম। চট্টগ্রামের হয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন বিলাল খান। একটি উইকেট নিয়েছেন নিহাদুজ্জামান।