ফিফটি হাঁকিয়ে এবারের আসর শুরু করেছিলেন নাইম শেখ। এখনও পর্যন্ত সেই ধারবাহিকতা ধরে রেখেছেন দুরন্ত ঢাকার এই ওপেনার। আজ খুলনা টাইগার্সের বিপক্ষে দলকে শক্ত ভিত গড়ে দেন তিনি। উদ্বোধনী জুটিতে সাইয়িম আইয়ুবকে সঙ্গে নিয়ে ৭৫ রান তুলেন এই ওপেনার। তবে তার বিদায়ের পরই পথ হারায় দল। মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় সম্ভাবনা জাগিয়েও বড় সংগ্রহ হড়া হয়নি ঢাকার।

সোমবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে ঢাকা। দলের হয়ে ২১ বলে সর্বোচ্চ ৪১ রান করেছেন নাইম।

শুরুতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল ঢাকা। বিশেষ করে নাইম এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। আর তাকে যোগ্য সঙ্গ দিয়েছনে সায়িম আইয়ুব। এই দুইজনে ৯ ওভারে যোগ করেছিলেন ৭৫ রান।

২১ বলে ৪১ রান করে নাইম সাজঘরের ফেরার পরই ঢাকার আকাশে শঙ্কার মেঘ জমে। মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরেছে। একমাত্র অ্যালেক্স রস কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তবে তিনিও ২১ রানের বেশি করতে পারেননি। 

শেষদিকে আরফাত সানির ১৫ রানের সৌজন্যে কোনো রকমে লড়াই করার পুঁজি পায় ঢাকা। খুলনার হয়ে ১৫ রানে ৩ উইকেট শিকার করেছেন মোহাম্মদ নাওয়াজ।

এইচজেএস