নিজেকে সবসময় প্রস্তুত রাখেন অঙ্কন
বিপিএলের দশম আসরে নিজেদের চতুর্থ ম্যাচ খেলে ফেলল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যেখানে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি আজকের ম্যাচসহ দুটিতেই হেরেছে। এদিন ইমরুল কায়েসের জায়গায় একাদশে সুযোগ পেয়েছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। এরপর ব্যাট হাতে তিনি ফিফটিও পেয়েছেন। যদিও শেষদিকে তার ইনিংসটি ছিল ধীরগতির, ৫৫ বলে অঙ্কন করেছেন ৬৩ রান।
ম্যাচ শেষে কুমিল্লার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন অঙ্কন। সেখানে তিনি বলেন, ‘আমি এ নিয়ে তৃতীয়বার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলছি। আমি মনে করি, যে দল চারবার চ্যাম্পিয়ন হয়েছে ওই দলে খেলতে হলে অবশ্যই মানসিকভাবে শক্ত হতে হবে। এসব বড় তারকার ভিড়ে আমিও ভালো খেলতে পারব বিশ্বাস করি, এজন্য সব সময় প্রস্তুত রাখি নিজেকে।’
বিজ্ঞাপন
দলে সবসময় সুযোগ না পাওয়াকেও খেলার অংশ বলে মনে করেন এই ডানহাতি ব্যাটসম্যান, ‘অবশ্যই একজন খেলোয়াড় হিসেবে খারাপ লাগা থাকে। কিন্তু এটা পার্ট অব গেম। সবসময় চেষ্টা করি আমার কাছে যেটা আছে, সেটা নিয়ে কাজ করার।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
ম্যাচের শেষদিকে অঙ্কনের স্ট্রাইক রোটেট করতে না পারাকেও, অনেকে দায়ী করছেন কুমিল্লার হারের জন্য। যা নিজেও স্বীকার করেছেন ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান, ‘আমি মনে করি যে, আমার ইনিংসে আরও কিছু শট খেলতে পারতাম। একটু কম ডট হলেও ভালো হতো। কিন্তু দিনশেষে ম্যাচ জিততে পারলে খুব ভালো লাগতো। ম্যাচটা আসলে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারছিলাম না। আমার ইনিংসে যদি আরও ১০ রান বেশি হতো, তাহলে আমরা সহজেই জিততে পারতাম।’
এদিন প্রথমে ব্যাট করে আজমতউল্লাহ ওমরজাই ও ফজলে মাহমুদের ঝোড়ো ব্যাটিংয়ে ১৬৫ রানের পুঁজি পেয়েছিল রংপুর রাইডার্স। রান তাড়া করতে নেমে কুমিল্লা নির্ধারিত ওভারে তুলতে পারে ১৫৭ রান। শেষ মুহূর্তে জাকের আলীর ঝোড়ো ব্যাটিং কেবল তাদের হারের ব্যবধান কমিয়েছে। ৮ রানের হার ঠেকাতে পারেনি লিটন দাসের কুমিল্লা।
এসএইচ/এএইচএস