বিপিএলে ভালো করে যেখানে চোখ খালেদের
হ্যাটট্রিক হারের পর অবশেষে জয়ের মুখ দেখল ফরচুন বরিশাল। তারকাখচিত এই দলটি গতকাল জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন ২ উইকেট পাওয়া খালেদ আহমেদ। চলতি বিপিএল টুর্নামেন্টে ৭ উইকেটে নিয়ে ২ নম্বরে আছেন খালেদ। ইচ্ছা প্রকাশ করলেন এবার সর্বোচ্চ ইকেট শিকারী হওয়ার। এরপর চোখ রাখতে চান টি-টোয়েন্টি বিশ্বকাপে।
সিলেটকে হারিয়ে গতকাল সংবাদ সম্মেলনে খালেদ বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটকে বলা হয় ব্যাটারদের খেলা। আমরা বোলার যারা আছি, চেষ্টা থাকে সবসময় ভালো বল করা এবং ব্যাটার যাতে মারতে না পারে। যেটা বললেন সামনে যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ আমার চেষ্টা থাকবে ওয়ানডে, টি-টোয়েন্টি খেলার। এখন তো টেস্টই বেশি খেলা হয়। এখন হয়ত দুই নম্বরে আছি চেষ্টা থাকবে টুর্নামেন্ট শেষে যেন আমি সর্বোচ্চ উইকেটশিকারি হতে পারি।’
বিজ্ঞাপন
এর আগে খালেদের শেষ ওভারের বলে ম্যাচ জিতেছিল কুমিল্লা। সে ম্যাচ নিয়ে খালেদ বলেন, ‘দেখুন, শেষ ম্যাচটা ভালো যায়নি এটা না। আমি প্রথম তিন ওভার ভালো বোলিং করেছি, শেষ ওভারটা ফিফটি-ফিফটি ছিল হয়তো। কিন্তু ব্যাটারের দিকে চলে গেছে, আমার পরিকল্পনায় কিছু ভুল ছিল।’
বিজ্ঞাপন
নিজের ফিরে আসার কথাও শোনালেন খালেদ, ‘সেখান থেকে (কুমিল্লা ম্যাচ) পরবর্তী ম্যাচ যেহেতু বিশ্রাম পেয়েছি আমার চিন্তা করার সময় ছিল। আমি বড় ভাইদের সঙ্গে কথা বলেছি ফিল্ড সেটা আপ কেমন হলে ভালো হয়। তো উনারা আমাকে নির্দেশনা দিয়েছে। সেভাবে আমি এখানে অনুশীলন করেছি। আলহামদুলিল্লাহ আজকে একটু হলেও ফলাফল এসেছে।’
ড্রেসিংরুম নিয়ে আলোচনা বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। ড্রেসিংরুম প্রসঙ্গে খালেদ বলেন, ‘না না, ওই রকম না। এখানে অনেক সিনিয়র ক্রিকেটার ছিল উনারা জানে কিভাবে কামব্যাক করতে হয়। আজকে দেখেছেন সবাই ব্যাটিং ভালো করেছে। উনাদের কাছ থেকে আমরা শিখছি যে ওই পরিস্থিতিতে তারা কিভাবে কামব্যাক করতে পারে। আমরাও উনাদের সঙ্গে কথা বলেছি যে ভাই আমরা এই পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি। সবাই এক ছিলাম, আজকে আলহামদুলিল্লাহ আমরা জিততে পেরেছি।’
এসএইচ/জেএ