বিপিএলের সর্বশেষ আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাজমুল হোসেন শান্ত। ৫১৬ রান করে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছিলেন। গেলবারের মতো এবারো শান্ত খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তবে চলতি বিপিএলে যেন মুদ্রার উল্টো পিঠ দেখছেন টাইগার এই ওপেনার। দলের বাজে সময়ে তার ব্যাটেও চলছে ‘দুর্ভিক্ষ’। 

সিলেটের ভরাডুবির পেছনে শান্তর ছন্দে না থাকাকে বড় একটা কারণ বলেছিলেন দলটির কোচ রাজিন সালেহ। সবশেষ ব্যাট হাতে আজও ব্যর্থ হলেন তিনি।

সিলেটের মাটিতে দুর্দান্ত ঢাকার বিপক্ষে এদিন ওপেন করতে নেমে শুরু থেকেই শরিফুল-তাসকিনদের বলে স্ট্রাগল করছিলেন শান্ত। একের পর এক ডট বল খেলে চাপটা আরও বাড়িয়েছেন কেবল। টি-টোয়েন্টি যে রানের খেলা তিনি ভুলিয়েই দিচ্ছিলেন এক সময়। এক পর্যায়ে শরিফুলের পেসে ব্যাটের কানায় লেগে উইকেটে হিট করে বল।

১২ বলে ৩ রান করে শেষমেশ নিজেকে মুক্তি দিলেন শান্ত। বোঝাই যাচ্ছে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খুব খারাপ সময় পার করছেন শান্ত। চলমান বিপিএলে তার ম্যাচ সংখ্যার সঙ্গে রানের হিসেব করলেই বোঝা যাবে আসলে কোথায় আছেন শান্ত। রানের থেকে স্ট্রাইকরেটের অবস্থা আরও খারাপ। প্রশ্ন জাগতেই পারে হয়েছেটা কী শান্তর।

চলমান এই টুর্নামেন্টে আজকের আগে পাঁচটি ম্যাচে ব্যাট করেছেন শান্ত। সেখানে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৩০ বল খেলে করেন ৩৬ রান। যা চলতি আসরে শান্তর এখনও পর্যন্ত সর্বোচ্চ রান। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে করেন ২৪ বল খেলে ১৪ রান। এছাড়া আজকের ম্যাচের আগে সর্বশেষ তিন ম্যাচে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি শান্ত। শেষ তিন ম্যাচে রান করেছেন ৫, ৫, ৯।

এসএইচ/এফআই