ভারতের দাপটের দিনে জয়সওয়ালের ১৭৯*
ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরুর পর বিশাখাপত্তম টেস্টে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে ভারত। প্রথম দিনে যদিও স্বাগতিকদের হয়ে একা লড়াই করেছেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। দিনশেষেও তিনি ১৭৯ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে, ভারতের অন্য কোনো ব্যাটসম্যান ফিফটির দেখাও পাননি। সে হিসেবে ইংলিশ বোলারদের জয়সওয়াল একাই পরীক্ষা নিয়েছেন। প্রথমদিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৬ রান।
সিরিজের প্রথম টেস্টের ভেন্যু হায়দরাবাদ ছিল স্পিন সহায়ক। যেখানে স্বাগতিকদের ছাপিয়ে অধিক কার্যকারীতা দেখিয়েছে ইংলিশ স্পিনাররা। তবে দ্বিতীয় টেস্টে কিছুটা ফ্ল্যাট উইকেটেরই আভাস পাওয়া গিয়েছিল। প্রথমদিনেও তারই নজির দেখা গেছে। যদিও দ্রুত উইকেট হারানোয় এমন পিচেও পুরো সুবিধা নিতে পারেনি ভারত। ইংল্যান্ডের চার বিশেষজ্ঞ বোলারই এদিন ভালো বোলিং করেছেন।
বিজ্ঞাপন
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দেখেশুনে করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও জয়সওয়াল। যদিও রোহিত এদিনও ইনিংস বড় করতে পারেননি। ভিসা জটিলতায় পড়া শোয়েব বশির ইংল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন রোহিতকে ফিরিয়ে। আলগা শট খেলতে গিয়ে ১৪ রান করে তিনি লেগ স্লিপে ক্যাচ দেন। তৃতীয় উইকেটে জয়সওয়ালের সঙ্গে জুটি বাধার অভিযানে নামেন শুভমান গিল। তবে ভালো শুরু পেলেও আবারও তিনি ইনিংস টেনে নিতে ব্যর্থ। ৪৬ বলে ৩৪ রান করা অবস্থায় তাকে স্লিপে ক্যাচ বানিয়ে ফেরান অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন।
বিজ্ঞাপন
এরপর ভারত বড় জুটি পায়। শ্রেয়াস আইয়ার যোগ দেন জয়সওয়ালের রান তোলার মিশনে। বশিরকে পরপর ছক্কা-চার হাঁকিয়ে ৮৯ বলে ফিফটি পূর্ণ করেন বাঁ-হাতি ওপেনার। পরের পঞ্চাশ করতে জয়সওয়ালের মাত্র ৬২ বল লাগে। হার্টলিকে বেরিয়ে এসে লং অন দিয়ে ছক্কায় উড়িয়ে পা রাখেন তিন অঙ্কে। তার সঙ্গে গড়া ৯০ রানের জুটি ভাঙে আইয়ারের বিদায়ে। আগের ম্যাচের নায়ক টম হার্টলির নিচু হয়ে আসা বলে তিনি ২৭ রানে কিপারকে ক্যাচ দেন।
এই ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে ৩০ বছর বয়সী ব্যাটসম্যান রজত পাতিদারের। তিনিও শুরুটা ভালো করার পর থেমেছেন ৩২ রানে। ইনিংসটি তিনি খেলেছেন ৭২ বলে। এরপর লেগস্পিনার রেহান আহমেদকে সামনে পা বাড়িয়ে ডিফেন্স করতে গিয়ে পেছনে ড্রপ খেয়ে বল স্টাম্প ভেঙে দেয়। তারপর একে একে বিদায় নিয়েছেন অক্ষর প্যাটেল (২৭) ও শ্রীকর ভারতও (১৭)।
শেষ পর্যন্ত জয়সওয়ালের সঙ্গে ক্রিজে ৫ রানে অপরাজিত আছেন রবীচন্দ্রন অশ্বিন। ২৫৭ বলে ১৭৯ রানে অপরাজিত আছেন জয়সওয়াল। তার সামনে এখন ডাবল সেঞ্চুরির হাতছানি। ৬ টেস্টের ক্যারিয়ারে ২২ বছর বয়সী এই ব্যাটসম্যানের দ্বিতীয় সেঞ্চুরি পেলেন এদিন। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে অভিষেক ইনিংসেই জয়সওয়াল করেছিলেন ১৭১।
ইংলিশদের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন বশির ও রেহান। এছাড়া অ্যান্ডারসন ও হার্টলি একটি করে শিকার করেছেন।
এএইচএস