হাসল লিটনের ব্যাট, লড়াকু পুঁজি কুমিল্লার
সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না লিটন দাসের। জাতীয় দলের হয়ে খারাপ ফর্মটা টেনে এনেছিলেন বিপিএলেও। ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থ হচ্ছিলেন এই ওপেনার। যার প্রভাব পড়ছিল কুমিল্লার ব্যাটিংয়েও। অবশেষে আজ রানে ফিরলেন। তার ব্যাটে চড়ে খুলনার বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তানের তারকা উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ভালো শুরু এনে দিয়েছিলেন লিটন। দশম ওভারে দুজনের বিদায়ের পরই পথ হারায় কুমিল্লা। শেষদিকে জাকের আলি ও মাহিদুল অঙ্কনের ১২ বলে ৩০ রানের জুটিতে ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় তারা।
বিজ্ঞাপন
চার ছক্কা ও দুই চারের ৩০ বলে ৪৫ রান করেছেন লিটন। শেষ দিকে ৮ বলে ১৮ রানের ক্যামিও ইনিংস খেলেছেন জাকের। খুলনার হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন নাসুম আহমেদ ও ফাহিম আশরাফ।
এর আগে পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৬ রান তুলে বড় সংগ্রহের আভাস দিয়েছিল কুমিল্লা। লিটন ব্যাট চালালে অনেকটা টেস্ট মেজাজে খেলেছেন রিজওয়ান। দশম ওভারে লিটনকে বোল্ড করে ৫৭ বলে ৬৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাসুম।
বিজ্ঞাপন
একই ওভারে ফেরান আরেক ওপেনার রিজওয়ানকেও। চলতি বিপিএলে রানখরায় ভুগছেন পাক এই উইকেটকিপার ব্যাটার। আজও স্বস্তিতে ছিলেন না। নাসুমের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ২৮ বলে ২ বাউন্ডারিতে করেছেন ২১ রান।
তিনে ব্যাট করতে আসা ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার উইল জ্যাকস আজই বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নামেন। একবার জীবন পাওয়া এই ব্যাটারও টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে পারলেন না। মোহাম্মদ ওয়াসিমের বলে সাজঘরে ফেরার আগে ২২ রান করতে খেলেছেন ২৭ বল! ব্যর্থ হয়েছেন তাওহীদ হৃদয় ও খুশদিল শাহরা।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকছিল কুমিল্লা। শেষ দিকে উদ্ধার করলেন জাকের আলি। তার ৮ বলে ১৮ রানের ক্যামিও ইনিংসে দেড়শোর টার্গেট দাঁড় করায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এফআই