ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজটা কেটেছে দুঃস্বপ্নের মতো। এরপর নিউজিল্যান্ড সফর যেন বাকি দুই ফরম্যাটেও বিভীষিকার মুখে দাঁড় করিয়ে দিয়েছিল বাংলাদেশকে। সেই দুঃসময়কে পেছনে ফেলার লক্ষ্যেই সিরিজের প্রথম টেস্টে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। শ্রীলঙ্কার ক্যান্ডিতে চলমান এই টেস্টের সর্বশেষ খবর জানাচ্ছে ঢাকা পোস্ট

প্রথম দিনেই তিনশ ছাড়াল বাংলাদেশ

বহুদিন বাদে বাংলাদেশ এমন স্বস্তির দিন কাটাল ক্রিকেটের মাঠে। কোনো রান না করেই আউট হয়ে গিয়েছিলেন ওপেনার সাইফ হাসান। এরপর খারাপ স্মৃতি বলতে, তামিমের সেঞ্চুরির আক্ষেপ। বাকি সব কিছুই বাংলাদেশের জন্য স্বস্তির, ভালো লাগার।

শান্ত ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন, মুমিনুলের সঙ্গে গড়েছেন দেড়শ রানের বেশি জুটি। তাতে পাল্লেকেলেতে প্রথম দিনেই বাংলাদেশ ছাড়িয়েছে তিনশ। দুই উইকেট হারিয়ে প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৩০২ রান।

মুমিনুলের অর্ধশতক

নাজমুল হোসেন শান্তর শতকের পর মুমিনুল হক তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। বাংলাদেশ অধিনায়ক ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক পেলেন। ১১৭ বলে ৫টি চারের ৫০ রানে পা রাখেন মুমিনুল।

বাংলাদেশ: ২৬৯-২

শান্তর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি

তাকে নিয়ে সমালোচনা হয়েছে অনেক। নাজমুল হোসেন শান্তের একাদশে জায়গা পাওয়া নিয়েও কথা হয়েছে। শেষ অবধি কথা বলেছে তার ব্যাট। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন শান্ত। 

তামিম নার্ভাস ৯০ রানে আউট হলেও পথ হারাননি শান্ত। সঙ্গে মুমিনুল হকের ব্যাটেও রান। ঠিক পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 

বাংলাদেশ ২৫৪-২

এলো দলীয় দ্বিশতক

২ উইকেট হারিয়ে ২০০ রানে দ্বিতীয় সেশনের খেলা শেষ করে বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্ত ৭৮ এবং মুমিনুল হক অপরাজিত আছেন ২১ রানে। তামিম মাঝপথে ফিরে গেলেও পরে শান্ত আর মুমিনুল সুতোটায় ঢিল পড়তে দেননি। ফলে বাংলাদেশও অনায়াসে পৌঁছে গেছে দলীয় দুইশ'য়।

স্কোর-
বাংলাদেশ: ২০০/২, ৫৩ ওভার (তামিম ৯০, শান্ত ৭৮*, মুমিনুল ২১*; বিশ্ব ২/৫২)

সেঞ্চুরি হলো না তামিমের

অফ স্ট্যাম্পের অনেক বাইরে বলটা করেছিলেন বিশ্ব ফার্নান্দো, তামিম তাড়া করে বসলেন সেটাকেই। ঠিকঠাক ব্যাটে-বলে হলো না, শেষমেশ ধরা পড়লেন প্রথম স্লিপে, তাও সেঞ্চুরি থেকে দশ রানের দূরত্বে! ১০১ বলে ৯০ রানের ইনিংসে ১৫ বাউন্ডারি। 

বাংলাদেশ ১৫২-২

পঞ্চাশ ছুঁলেন শান্তও

তামিম যেমন খেলছিলেন আক্রমণাত্মক মেজাজে, তার ঠিক উল্টো যেন ছিলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ ধৈর্য্যের প্রতিমূর্তি হয়ে ছিলেন ইনিংসের প্রায় শুরু থেকে। অবশেষে পেয়ে গেলেন প্রাপ্য অর্ধশতকের দেখাও। বিশ্ব ফার্নান্দোকে চার মেরে ১২৩ বলে ৫০তম রানটি করেন তিনি। ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় অর্ধশতক।

বাংলাদেশ ১৪৭-১

তামিম-শান্তর ‘সেঞ্চুরি’

বিষয়টা নিশ্চিত ছিল আগের সেশনেই, শুধু ছিল সময়ের অপেক্ষা। মধ্যাহ্ন বিরতি থেকে ফেরার পরই সে অপেক্ষা ফুরোল। শতক ছুঁয়ে গেল তামিম ও শান্তর জুটি। তামিম ইকবাল ৭১ ও নাজমুল হোসেন শান্ত ৩৮ রানে ব্যাট করছেন।

বাংলাদেশ ১০৮-২

বিপদ ছাড়াই সেশন শেষ তামিম-শান্তর

উইকেট যেমন বোঝাচ্ছিল, তেমন পেস-স্বর্গ নয় আদৌ। শুরুর দিকে লঙ্কান বোলাররা মুভমেন্টের খোঁজে বেশ কিছু বলের লেন্থে গড়বড় করেছেন, কিন্তু মুভমেন্টের দেখা আর মেলেনি। পরে তামিম আর শান্ত দেখিয়েছেন এখানে বরং ব্যাট করাই সহজ। সঙ্গে ছিল দারুণ সব পায়ের কাজ। সবকিছুর মিশেলে বাংলাদেশের দ্বিতীয় উইকেট জুটিতে দুজন মিলে জমা করেছেন ৯৮ রান, এখনো আছেন অবিচ্ছিন্ন।

বাংলাদেশ, প্রথম সেশন শেষে, ১০৬-১

ওয়ানডে মেজাজে তামিমের অর্ধশতক

ক্যান্ডিতে বুধবার সকাল থেকে যে টেস্ট ম্যাচ শুরু হয়েছে, তা তামিম ইকবালের ব্যাটিং দেখে বোঝার উপায়ই নেই। খেলছেন রান-বলে পাল্লা দিয়ে, ম্যাচের প্রথম দুই ঘণ্টাতেই মেরেছেন দশটি চার। যার সুবাদে ক্যারিয়ারের ২৯তম অর্ধশতকও পেয়ে গেছেন তিনি।

বাংলাদেশ ৭৩-১

তামিমে ভর করে বাংলাদেশের ফিফটি

অল্প রানে সাইফকে হারানোর পর থেকেই তামিম আছেন মারমুখী রূপে। এখন পর্যন্ত রান তুলছেন ১০০'র বেশি স্ট্রাইকরেটে। যাতে ভর করেই বাংলাদেশ পৌঁছে গেছে দলীয় অর্ধশতকে।

বাংলাদেশ ৫০-১

শুরুতেই ফিরলেন সাইফ হাসান

বিশ্ব ফার্নান্দোর বলটা দারুণভাবে ভেতরে ঢুকে সাইফ হাসানের প্যাডে আঘাত হানলেও প্রথমে আউট দেননি আম্পায়ার কুমারা ধর্মসেনা। পরে রিভিউতে সফলতা পায় শ্রীলংকা।

বাংলাদেশ ৮-১

দলে আছেন শান্ত, নেই মিঠুন

শেষ কিছু দিনে পারফর্ম্যান্স নিয়ে কম আলোচনা সমালোচনা হচ্ছে না বাংলাদেশ দলের। এক্ষেত্রে মোহাম্মদ মিঠুন ও নাজমুল হোসেন শান্ত সম্ভবত সবার আগেই থাকবেন। শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই মাটিতে আজ যখন প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ, তাদের একজনকে দলে রেখেছে টিম ম্যানেজমেন্ট। 

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন চৌধুরী।

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

উইকেটে সবুজ ঘাসের আচ্ছাদন। আছে বোলারদের বাড়তি সহায়তার আভাসও। তবু চতুর্থ ইনিংসে ব্যাট করার ঝক্কি এড়াতে টসে জেতার পর ব্যাট করারই সিদ্ধান্ত নিলেন অধিনায়ক মুমিনুল হক।