মিঠুন নেই, প্রথম টেস্টের দলে আছেন শান্ত
শেষ কিছু দিনে পারফর্ম্যান্স নিয়ে কম আলোচনা সমালোচনা হচ্ছে না বাংলাদেশ দলের। এক্ষেত্রে মোহাম্মদ মিঠুন ও নাজমুল হোসেন শান্ত সম্ভবত সবার আগেই থাকবেন। শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই মাটিতে আজ যখন প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ, তাদের একজনকে দলে রেখেছে টিম ম্যানেজমেন্ট।
সাদমান ইসলামের জায়গায় ওপেনিংয়ে ফিরেছেন সাইফ হাসান। এ ছাড়া এ ম্যাচে ছয় ব্যাটসম্যান, ও মেহেদিকে সহ ৫ বোলার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। সবুজ উইকেটে তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তাসকিন আহমেদের সঙ্গে এ ম্যাচে দলের পেস আক্রমণে যোগ দেবেন আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।
বিজ্ঞাপন
স্পিন আক্রমণে অবশ্য কিছুটা পিছিয়েই আছে বাংলাদেশ। মিরাজকেসহ নেমেছে দুই স্পিনার নিয়ে। অন্যজন হলেন তাইজুল ইসলাম।
বাংলাদেশ দল:
তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন চৌধুরী।
বিজ্ঞাপন