চলমান বিপিএলে প্লে-অফে যাওয়ার সমীকরণ থেকে আগেই বাদ পড়েছে সিলেট স্ট্রাইকার্স। তবে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্লে-অফের লড়াই জমিয়ে তুলেছে। যে কারণে কুমিল্লাকে হারানোর পর খুশি সিলেটের প্রধান কোচ রাজিন সালেহ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ জানিয়েছেন বড় দলকে হারানোর পর নিজের খুশির কথা। রাজিন বলেন, ‘জয়টা তো আসলে খুশির ব্যাপার। দেখেন একটা বড় দলের সাথে আমরা খেলেছি এবং এর আগেও আমরা কুমিল্লার সাথে খেলেছি আমাদের জিতার কথা ছিল কিন্তু জিততে পারি নাই। আজকে অনেক বড় ম্যাচ ছিল আমাদের যেহেতু ওদের দল অনেক শক্তিশালী। খুব ভালো লেগেছে কারণ আমাদের অনেক ক্রিকেটার ভালো খেলেছে। যেমন তরুণ ছেলে শফিকুল (ইসলাম) পারফর্ম (করছে) এটা ভালো নিঃসন্দেহে। আমাদের বেনি হাওয়েলের ব্যাটিংটা যদি দেখেন অসাধারণ।’

রাজিন আরও বলেছেন, ‘আমাদের ব্যাডপ্যাচ সত্যি কথা অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছে। আমরা আসলে এখন ভালো সময়ের কথা বলছি না, আসলে শেষ তিন ম্যাচ জিতেছিলাম। আমাদের তো আর সুপার ফোরে যাওয়ার চান্স নাই। যত ম্যাচ জেতা যায়।'

প্রথম ৫ ম্যাচে হেরেছিল সিলেট। পরের ৬ ম্যাচে ৪ জয় যা রাজিনের কাছে বড় অর্জন, ‘অবশ্যই আমি মনে করি এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। যদি দেখেন একটা দল যখন আপনি ঢাকা দলের কথা চিন্তা করেন। ঢাকা দল অনেক ভালো দল ছিল। যখন মোমেন্টাম হারিয়ে যায় তখন এটাকে ধরা অনেক কঠিন। আমরা পাঁচ ম্যাচে হারার পরেও আমরা মোমেন্টাম ধরতে পেরেছি। কামব্যাক করতে পেরেছি এটা আমাদের জন্য অনেক বড় অর্জন মনে করি। খুলনার সাথেও জিততে পারি তাহলে আমরা মনে করব যে এটা অনেক বড় অর্জন।’

এসএইচ/এইচজেএস