সেঞ্চুরি যাকে উৎসর্গ করলেন তামিম
গুরুত্বপূর্ণ ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর এই জয়ে বড় অবদান রেখেছেন চট্টগ্রামের ব্যাটার তানজিদ হাসান তামিম। এই ওপেনার একাই ব্যাট হাতে করেন ১১৬ রান। ফলে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
ম্যাচসেরার পুরস্কার নেওয়ার পর তামিম বলছিলেন, 'আলহামদুলিল্লাহ, জিতলে তো সবসময় ভালো লাগে। আজকে কোয়ালিফাই করছি এটা শুনে আরো ভালো লাগছে।'
বিজ্ঞাপন
নিজের এই সেঞ্চুরি তামিম উৎসর্গ করছেন নিজের ভাগ্নেকে, 'অবশ্যই এটা আমার জন্য স্পেশাল। আমার থেকে মনে হয় আমার বাবা-মা বেশি খুশি হয়েছেন। আমার ছোট একটা ভাগ্নে আছে, আমি আমার এই সেঞ্চুরি আমার ছোট ভাগ্নেকে উৎসর্গ করতে চাই।'
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিপিএলে এখন ৩৮২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। সেই বিষয় নিয়ে বলছিলেন, 'এর আগেও আমি বলছি যে, জিনিসটা নিয়ে আমি ভাবি না। আমি চেষ্টা করি দলের জন্য, আমার নিজের সেরাটার দেওয়ার। আমি শুধু আমার জোনের জন্য অপেক্ষা করছিলাম। প্রথমে আমাদের একটা-দুইটা উইকেট পড়ে গিয়েছিল। আমি আর ব্রুস চেষ্টা করেছি সেখান থেকে একটা জুটি গড়ার। আমরা দুইজন ভালোভাবে করতে পেরেছি। আমি সবসময় অপেক্ষা করেছি বাজে বলের জন্য। আমার জোনে যেটা ছিল সেটাতে শট খেলেছি।'
এসএইচ/এইচজেএস