জাবি ৫০ বল ক্রিকেট
ব্যাট হাতেও মাঠ মাতালেন আম্পায়ার মুকুল
ধানমন্ডির লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল-কলেজ মাঠে আন্তর্জাতিক আম্পায়ার মাসুদুর রহমান মুকুল প্রবেশ করতেই শোরগোল। গতকাল (মঙ্গলবার) রাতে তিনি চট্টগ্রামে বিপিএল ম্যাচে আম্পায়ারিং করেছেন। আজ সকালে ঢাকায় এসেই জাহাঙ্গীরনগরের সাবেক শিক্ষার্থীদের আয়োজিত ৫০ বল ক্রিকেট টুর্নামেন্টে খেলেছেন মুকুল। বিশ্ববিদ্যালয় ও ব্যাচের প্রতি সাবেক শিক্ষার্থীদের টান বরাবরই এমন।
সাবেক ক্রিকেটার মুকুল এখন আন্তর্জাতিক আম্পায়ার। ম্যাচ ও খেলোয়াড়দের নিয়ম-শৃঙ্খলার দিকে কঠোর নজর রাখা মুকুল ব্যক্তি জীবনে অবশ্য বেশ আমুদে। বন্ধু-বান্ধব ঘনিষ্ঠজনদের সবসময় আড্ডায় মাতিয়ে রাখেন। ফিল্ডিংয়ের ফাঁকে ফাঁকেও অনুজদের সঙ্গে দুষ্টামি ও ব্যাচমেটদের সঙ্গে আড্ডায় পুরো মাঠ জমিয়ে রেখেছিলেন সাবেক এই ক্রিকেটার।
বিজ্ঞাপন
জাবির সাবেক শিক্ষার্থীদের অনেকেই সাবেক ক্রীড়াবিদ। ব্যাচভিত্তিক লড়াইয়ে আজকের ম্যাচে দুই দলেই সাবেক অনেক ক্রীড়াবিদ থাকায় ছিল বাড়তি আকর্ষণ। সাবেক জাতীয় ক্রিকেটার শাহনেওয়াজ কবীর শুভ্র, সাজ্জাদ চয়নরা আগে ব্যাট করে ১১৪ রান তোলেন। ১১৫ রানের লক্ষ্যে হাসানুজ্জামান ঝড়ু-মুকুলরা নিয়মিত রান সংগ্রহ করতে থাকেন।
বিজ্ঞাপন
সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, ফিফার সাবেক সহকারী রেফারি সুজিত কুমার ব্যানার্জী চন্দনের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত মুকুল-ঝড়ুরা পরাজিত হন। ফাইনালে শুভ্র-চয়নরা উঠলেও মুকুল-ঝড়ুরাও আনন্দ করেছেন সমানভাবে। মাঠের লড়াইটা স্রেফ আনুষ্ঠানিকতা। আন্তঃবন্ধন ও জাবিয়ান মিলনমেলা–ই মূল পাওয়া।
আগামী পরশু (শুক্রবার) টুর্নামেন্টের বাকি সেমিফাইনাল। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এজেড/এএইচএস