দারুণ ব্যাটিংয়ে পাল্লেকেলে টেস্টের প্রথম দিনেই বেশ ভালো অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। সে আধিপত্যটা আরও বাড়ানো, শ্রীলঙ্কাকে রানের পাহাড়ে চাপা দেওয়ার লক্ষ্যে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে মাঠে নেমেছে মুমিনুল হকের দল। ক্যান্ডিতে চলমান প্রথম টেস্টের সবশেষ খবর জানাচ্ছে ঢাকা পোস্ট

পাঁচশর আক্ষেপ

বাংলাদেশের অপেক্ষাটা ছিল ৫০০ রানের। কিন্তু আলোক স্বল্পতাই নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগেই খেলা বন্ধ হয়ে যাওয়ায় আর সম্ভব হয়নি সেটা। ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে দিনশেষ করেছে বাংলাদেশ। ১০৭ বলে ৪৩ রান করে মুশফিক ও ৩৯ বলে ২৫ রান করে অপরাজিত আছেন লিটন দাস।

বাংলাদেশ ১ম ইনিংস : ১৫৫ ওভারে ৪৭৪/৪ (শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, তামিম ৯০, মুশফিক ৪৩*, লিটন ২৫*
বিশ্ব ৭৫/২, কুমারা ৮৮/১)
(দ্বিতীয় দিন শেষে)

বৃষ্টির পর আলোক স্বল্পতা

বৃষ্টি আর আলোক স্বল্পতা। বারবার বন্ধ হচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের খেলা। পাল্লেকেলে স্টেডিয়ামের আকাশ ঢেকে গেছে মেঘের ছায়ায়। তাই ম্যাচের ১৫৫ ওভার খেলার পর ম্যাচ অফিসিয়ালরা খেলা বন্ধ রাখেন। বৃষ্টির কারণে এর আগে ৭ মিনিট খেলা বন্ধ ছিল।

বাংলাদেশ ৪৭৪-৪

চা বিরতির শেষেই বৃষ্টি

চা বিরতির আগে দুই সেঞ্চুরিয়ানকে হারিয়েছিল বাংলাদেশ। লিটন ও মুশফিকের ব্যাটে চড়ে বাংলাদেশের লক্ষ্য ছিল সংগ্রহটাকে বড় করার। কিন্তু তখনই হানা দিয়েছে বৃষ্টি। চা বিরতির পর দুই ওভার এক বল খেলা হয়। বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করেছে ৯ রান।

সাড়ে চারশর অপেক্ষা

দুই সেঞ্চুরিয়ান মুমিনুল হক ও নাজমুল হোসেনে শান্ত সাজঘরে ফেরত গেছেন। তবে বাংলাদেশ নিজেদের ইনিংস এগিয়ে নিচ্ছে ঠিকই। মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটে ছুটছে সাড়ে চারশ রানের পথে। চা বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৪০ রান। মুশফিক ৭১ বলে ২২ ও লিটন ১৫ বলে ১২ রান করে অপরাজিত আছেন।

ফিরলেন মুমিনুল

দনাঞ্জয়া ডি সিলভার বলে লাহিরু থিরিমান্নেকে ক্যাচ দিয়ে আউট হলেন মুমিনুল হক। তবে এর আগে তুলে নিয়েছেন দেশের বাইরে নিজের প্রথম সেঞ্চুরি। গড়া হয়ে গেছে অজস্র রেকর্ডও। ৩০৪ বলে ১২৭ রান করে ফেরেন মুমিনুল। বাংলাদেশ অধিনায়কের ইনিংসে ছিল ১১ চার। 

বাংলাদেশ ৪২৪-৪

মুশফিক-মুমিনুলে ৪০০ পার

নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। তবে বাংলাদেশ ঠিকই পার করেছে দলীয় ৪০০ রান। মুশফিকুর রহিম ও মুমিনুল মিলে দলের সংগ্রহটা বড় করছেন আরও।

স্কোর : বাংলাদেশ ৪২৩-৩, ১৩৯ ওভার

রেকর্ড গড়েই ফিরলেন শান্ত

ওভার দুয়েক আগেই মুমিনুলের সঙ্গে গড়েছিলেন টেস্টে দেশের হয়ে তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি। তারপরই লাহিরু কুমারাকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। এর আগে অবশ্য ঝুলিতে পুরেছেন ক্যারিয়ারসেরা ১৬৩ রানের একটি ইনিংস।

বাংলাদেশ ৩৯৪-৩

রেকর্ড গড়লেন মুমিনুল-শান্ত

শান্ত ও মুমিনুল দুজনেই সেঞ্চুরি করেছেন, গড়েছেন বড় জুটি। এবার গড়লেন রেকর্ডও। তৃতীয় উইকেট জুটিতে এখন সর্বোচ্চ রানের কীর্তি এ দু'জনের। এ পথে পেছনে ফেলেছেন ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই করা মুমিনুল ও মুশফিকের করা ২৩৬ রানের জুটিকে।

বাংলাদেশ ৩৯০-২ 

আরও একটা সেশন বাংলাদেশের

আগের দিনটা অবিচ্ছিন্ন ১৫০ রানের জুটি নিয়ে শেষ করেছিলেন মুমিনুল ও শান্ত। দ্বিতীয় দিনের প্রথম সেশনে সেখানে যোগ করলেন আরও ৭৬ রান, শ্রীলঙ্কাকে দিলেন না কোনো সুযোগ। তাতে আগের তিন সেশনের মতো এই সেশন শেষেও হাসি বাংলাদেশের মুখেই।

বাংলাদেশ ৩৭৮-২ 

১৫০ হলো শান্তর

যেভাবে খেলছিলেন তাতে ১৫০ হওয়ার সম্ভাবনা ছিল ভালোভাবেই। সেই ধনাঞ্জয়া ডি সিলভাকে চার মেরেই শান্ত পূরণ করলেন ক্যারিয়ারের প্রথম ১৫০। 

বাংলাদেশ ৩৭৬-২

অবশেষে মুমিনুলের অ্যাওয়ে সেঞ্চুরি

দেশে দশটা সেঞ্চুরি, কিন্তু বাইরে নেই একটাও। ক্রিকেট ইতিহাসেই এমন নজির নেই আর কোনো ব্যাটারের। অবশেষে এ অস্বস্তি থেকে মুক্তি পেলেন মুমিনুল, শ্রীলঙ্কার বিপক্ষে পেলেন দেশের বাইরে প্রথম টেস্ট সেঞ্চুরি।

বাংলাদেশ ৩৬৪-২

২০০ হলো মুমিনুল-শান্তর

ধনাঞ্জয়ার অফস্ট্যাম্পের অনেক বাইরের বলটাকে সীমানাছাড়া করতেই দারুণ এক অর্জন লুটিয়ে পড়ল মুমিনুল-শান্ত জুটির পায়ে। জুটির দ্বিশতক হয়ে গেল যে। তবে সঙ্গে সঙ্গে রেকর্ডেরও খুব কাছে চলে গেছেন দুজনে। তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের রেকর্ডটা ২৩৬ রানের। কাকতালীয়ভাবে সেটাও এই শ্রীলঙ্কার বিপক্ষেই, ২০১৮ সালে সে জুটিরও একজন ছিলেন মুমিনুল। তবে কি এবারও?

বাংলাদেশ ৩৫৪-২

বড় সংগ্রহের লক্ষ্য নিয়ে দ্বিতীয় দিনে বাংলাদেশ

প্রথম দিনে দারুণ ব্যাটিংয়ের পর দ্বিতীয় দিনে স্বাভাবিকভাবেই লক্ষ্যটা বাড়বে আরও। লঙ্কানদের বড় স্কোরের চাপে ফেলার লক্ষ্যটাই থাকবে মুখ্য। সে উদ্দেশ্যেই আজ বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিন শুরু করেছেন ক্রিজে থাকা দুই সেট ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।

বাংলাদেশ ৩০২-২  

প্রথম দিনের সব খবর এখানে