কিছুতেই কিছু হচ্ছে না। দলে পরিবর্তন এনেও সেই একই ফল। হারের বৃত্তে বন্ধী কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচ জিতলেও এবারের এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তিন ম্যাচ হেরে বিপাকে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সামনে ছিল ২২১ রানের বড় লক্ষ্য। যেখানে ১৮ রানের জন্য মিলল না সমীকরণ! 

বুধবার রাতের এই হারের পর আন্তর্জালে সরব হলেন নাইটদের মালিক শাহরুখ খান। এবার অবশ্য বলিউড বাদশাহ তার দলের ক্রিকটোরদের তুলোধুনো করলেন না। যেমনটা করেছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে হারের পর। হারের পর সমর্থকদের কাছে ক্রিকেটারদের ক্ষমা চাইতে বলেন শাহরুখ। এরপর বেশ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তার দলের  তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। 

চেন্নাইয়ের বিপক্ষে একাদশে জায়গা পাননি সাকিব আল হাসান। ব্যাট-বলে ছন্দে না থাকায় ছিটকে গেছেন নাইটদের এই বাংলাদেশি মহা তারকা। তাকে ছাড়া খেলতে নেমে জয়ও পায়নি কলকাতা। এ অবস্থায় সোশ্যাল মিডিয়ায় শাহরুখ অবশ্য কুর্নিশ জানালেন রাসেল, প্যাট কামিন্সদের।

সাকিবদের পরামর্শ দিয়ে শাহরুখ টুইটারে লিখলেন, ‘কী হতে পারত না পারত, বা কী করা উচিত ছিল আজ এগুলোর কোনটারই কোনও গুরুত্ব নেই! আমার মনে হয় পাওয়ার-প্লে'র প্রথম কয়েকটা ওভার বাদে নাইট রাইডার্স  অসাধারণ খেলেছে। তোমাদের অনেক শুভেচ্ছা। রাসেল, কামিন্স, কার্তিক আজকের মত খেলাটা অভ্যাসে পরিণত করো। আমরা আবার ফিরে আসব।’

বুধবার চেন্নাইয়ের বিপক্ষে আন্দ্রে রাসেল ৪ চার ও ৬ ছক্কায় করেন ৩২ বলে ৬৫। দিনেশ কার্তিক ২৪ বলে ৪০ রান। আর প্যাট কামিন্স ৪ চার ও ৬ ছক্কায় ৩৪ বলে ৬৬ রান তুললেও জেতাতে পারেন নি দলকে। ২৪ এপ্রিল আইপিএলে পরের ম্যাচ সাকিবদের। রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে চাপে থাকা কলকাতা নাইট রাইডার্স।

এটি/এনইউ