হৃদয়ের পাওয়ার হিটিং সামর্থ্যের রহস্য জানালেন লিটন
টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে পাওয়ার হিটিংয়ের সম্পর্ক বেশ গভীর। আর রমরমা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে পাওয়ার হিটারদের বেশ কদর। ব্যতিক্রম নয় বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল)। এখানেও আন্দ্রে রাসেল, মঈন আলী কিংবা জনসন চার্লসরা হট কেক। অথচ এই জায়গায় বাংলাদেশি ক্রিকেটাররা বেশ পিছিয়ে।
বাংলাদেশি ব্যাটারদের পাওয়ার হিটিং সামর্থ্য নিয়ে অনেক কোচই কাজ করেছেন। তবে সেভাবে উন্নতির ছাপ পড়েনি। তারপরও মন্দের ভালো বলা যায় তাওহিদ হৃদয়কে। এই তরুণ ব্যাটার চলমান বিপিএলেও তার সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। হৃদয়ের এমন পাওয়ার হিটিং সামর্থ্য চোখ এড়ায়নি লিটন দাসের।
বিজ্ঞাপন
হৃদয়কে নিয়ে লিটন বলেন, '(হৃদয়ের ব্যাটিংয়ে) আমার যেটা মনে হয়েছে, ও ভালো বলটাকেও ছক্কা মারতে পারে। যেটা আমাদের দেশে খুব কম ব্যাটসম্যানই পারে। স্বাভাবিক যে কোনো বোলার, যে কোন সংস্করণেই উইকেটে বল করবে। আর ও উইকেটের বলটাই বেশি ভালো মারে।'
'এটা শুধু ও নয়, যারা আন্তর্জাতিক পর্যায়ে ভালো ক্রিকেটার, সবাই স্টাম্পের বল ভালো খেলে। আমার মনে হয়, এটা ওর ভালো একটা প্লাস পয়েন্ট।'-আরো যোগ করেন লিটন।
বিজ্ঞাপন
হৃদয়ের শারীরিক গঠন এমনিতে অনেকটাই ছোটখাটো। তারপরও বড় বড় ছক্কা হাঁকান। এর পেছনে তার অনুশীলন ও কঠোর পরিশ্রমকেই কৃতিত্ত্ব দিলেন লিটন।
কুমিল্লার অধিনায়ক বলেন, 'দেখতে ছোটখাটো হলেও বড় বড় মারতে পারে ও। এটাও ওর একটা আলাদা... আমি ওকে সামনে থেকে যেটা দেখি, ও ক্রিকেট নিয়ে চিন্তা করে এবং কঠোর পরিশ্রমী। সাধারণত খুব সংখ্যক মানুষই এত বেশি জিমে যায়। ও ফাঁকা সময়ে শুধু জিমেই থাকে। মানে ওর কিছু না কিছু কাজ করতেই হয়। আমার মনে হয় এটাও অনেক ভালো একটা দিক।'
এইচজেএস