বিপিএলের ফাইনালের মঞ্চ প্রস্তুত। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসরে ফাইনালের টিকিট কেটেছে দুই হট ফেবারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল। ২০২১-২২ মৌসুমের ফাইনালেও দেখা হয়েছিল এই দুই দলের। যেখানে শেষ হাসি হেসেছিল গোমতী পাড়ের অঞ্চলটি। 

বরিশালের জন্য এবারের লড়াইটা তাই কিছুটা প্রতিশোধের। যদিও সেবারের ফাইনালের দুই দলের যারা অধিনায়ক তারা কেউই এবার নেই। তবে যারা আছেন, তারাও পরীক্ষিত অধিনায়ক। কুমিল্লার নেতৃত্বের ভার এবার লিটনের কাঁধে। আর বরিশালের অধিনায়কত্বের আসণে তামিম ইকবাল। 

ফাইনালিস্ট দুই অধিনায়ক ফাইনালের আগেই একবার মুখোমুখি হচ্ছেন  আজ। বিপিএলের প্রেস্টিজিয়াস ট্রফি নিয়ে অফিসিয়াল ফটোশ্যুটে হাজির হবেন দুজন। গেলবার সিলেট স্ট্রাইকার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের ফটোশ্যুট করেছিল মেট্রোরেলে। এবার তা হবে ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল জাদুঘরে। 

বুড়িগঙ্গার পাড়ে অবস্থিত ঢাকার এই ঐতিহাসিক স্থাপনা এখন পরিণত হয়েছে নবাবী আমলের জাদুঘরে। বাংলার ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ এই জাদুঘরে ফটোশ্যুট চলবে সকাল দশটা থেকে। 

আগামীকাল ১ মার্চ বিপিএলের ফাইনাল মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই জায়ান্ট দল। 

জেএ