আবারও আইসিসির তোপের মুখে উসমান খাজা
ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে ম্যাচ চলাকালে বার্তা দিতে চেয়ে একের পর এক তোপের মুখে পড়ছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে তিনি প্রথম রোষের মুখে পড়েন। ব্যাট ও জুতায় কোনো বার্তায় কিংবা প্রতীকের ব্যবহার করতে তাকে কড়া নিষেধাজ্ঞার কথা জানায় আইসিসি। শেষ পর্যন্ত ‘শান্তির প্রতীক’ ঘুঘু পাখির স্টিকার লাগিয়েছিলেন খাজা। এবার সেই স্টিকারও তাকে তুলে ফেলতে হয়েছে।
নিউজিল্যান্ডের মাটিতে বর্তমানে অজিদের হয়ে টেস্ট সিরিজ খেলছেন খাজা। ওয়েলিংটনে চলমান টেস্টে তিনি ব্যাটে একটি জলপাই গাছের ডাল ধরা ঘুঘু পাখির স্টিকার লাগিয়ে খেলছিলেন। ম্যাচের তৃতীয়দিন মানবাধিকারের বার্তা দেওয়া তার সেই স্টিকারও খুলে ফেলতে হয়েছে। এবারও খাজাকে আইসিসির পক্ষ থেকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, আন্তর্জাতিক ক্রিকেটে এমন কোনো বার্তা দেওয়া যাবে না, যার মধ্যে রাজনৈতিক বার্তা রয়েছে।
বিজ্ঞাপন
সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সময় ব্যাটে জলপাই গাছের ডাল ধরা ঘুঘুর স্টিকার লাগিয়েই খেলেছিলেন খাজা। তা নিয়ে আপত্তি করেনি আইসিসি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির আপত্তি রয়েছে। যদিও আপত্তির কথা আগেই জানতেন খাজা। তবুও ব্যাট থেকে স্টিকারটি না খুলেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি প্রথম ইনিংসে খেলতে নেমেছিলেন খাজা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে সেই স্টিকার খুলেই ফেলতে হল তাকে।
— Fox Cricket (@FoxCricket) March 2, 2024
তবে দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই বিশেষ স্টিকার লাগানো ব্যাট নিয়ে খেলেননি খাজা। ইনিংসের ১৯তম ওভারে ব্যাটে চিড় ধরলে নতুন ব্যাট চেয়ে পাঠান খাজা। একাদশের বাইরে থাকা ম্যাট রেনশ খাজার কিট ব্যাগ থেকে একাধিক ব্যাট নিয়ে মাঠে যান। সেখান থেকে তিনি একটি ব্যাট বেছে নেন। কিন্তু তাতে ঘুঘুর স্টিকার থাকায় ব্যাটিং চালিয়ে যেতে পারতেন না। বাধ্য হয়ে স্টিকারটি তুলে ফেলেন। এরপর নতুন ব্যাট দিয়ে বেশিদূর এগোতে পারেননি খাজা, ব্যক্তিগত ২৮ রানে স্টাম্পড আউট হয়ে ফেরেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
খাজার বিশেষ এই বার্তা সম্বলিত জুতা ব্যাট নিয়ে আপত্তি নেই অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চিফ এক্সিকিউটিভ নিক হকলে বলেছেন, ‘ঘুঘু সর্বজন স্বীকৃত শান্তির প্রতীক। তবে আইসিসি তাদের নিয়মের ব্যাখ্যা দিয়েছে। আমরা সেটাকে সম্মান জানাতে চাই। আমরা উইজির (উসমান খাজা) সিদ্ধান্তকেও সমর্থন দিচ্ছ্ কোনো ক্রিকেটার যদি নিজস্ব কৌশলে কোনো বার্তা দিতে চায়, যা সে বিশ্বাস করে, তাতে আমাদের আপত্তি নেই।’
এর আগে ফিলিস্তিনে নিহতদের প্রতি শোক জানিয়ে আর্মব্যান্ড পরায় আইসিসির কাছে তিরস্কৃত হন খাজা। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সময় কোনো আর্মব্যান্ড পরার জন্য ক্রিকেট বোর্ড ও আইসিসি থেকে অনুমতি নিতে হয়। পার্থে কালো আর্মব্যান্ড পরে খেললেও তার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও আইসিসি থেকে অনুমতি নেননি খাজা। যাতে আইসিসির প্লেয়িং কন্ডিশন ভঙ্গ করেছেন খাজা। আইসিসির নিয়ম অনুযায়ী, ১২ মাসের মধ্যে চারবার এমন অপরাধ করলে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়।
এএইচএস