আগের দুই দিন পাল্লেকেলেতে আধিপত্য ছিল বাংলাদেশের। তৃতীয় দিনেও মুমিনুল হকের দলের লক্ষ্য অভিন্নই। পাল্লেকেলেতে চলমান এই টেস্টম্যাচের সর্বশেষ খবর জানাচ্ছে ঢাকা পোস্ট

তৃতীয় দিনশেষ

সুযোগ তৈরি হয়েছিল বেশ কয়েকটি। সেসব কাজে লাগাতে পারলে হয়তো হতো ভিন্ন কিছুই। শেষ বিকেলে দুইটি রিভিউ পক্ষে আসেনি বাংলাদেশের। লঙ্কানরা দিনশেষ করেছে তিন উইকেটে ২২৯ রান নিয়ে। 

উইকেট পেলেন তাসকিন

অনেক দিন ধরেই নতুন করে খুঁজে পেয়েছেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডি টেস্টেও দারুণ বল করছিলেন তিনি। অবশেষে পেলেন উইকেটের দেখাও। ৪৩ বলে ২০ রান করা ওসান্দা ফার্নান্দোকে সাজঘরে ফিরিয়েছেন তিনি।

প্রথম উইকেট পেলেন মেহেদী

শ্রীলঙ্কার ইনিংসের শুরু থেকে এমন মুহূর্তের অপেক্ষাতেই ছিল বাংলাদেশ। ৩৮ ওভার আর স্বাগতিকদের সংগ্রহ একশ পার হলেও দেখা পাওয়া যায়নি সেটার। শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের কল্যাণে প্রথম সাফল্য পেল বাংলাদেশ। ৫৮ রান করা লাহিরু থিরিমান্নেকে আউট করেছেন তিনি। এরপরই চা বিরতিতে গেছে দুই দল। 

স্কোর : শ্রীলঙ্কা ১১৪/১

১০০ পার হলো শ্রীলঙ্কার

প্রথম ইনিংসে বাংলাদেশ গড়েছে বিশাল সংগ্রহ। শ্রীলঙ্কাও জবাব দিচ্ছে ভালো মতোই। ১০০ পার করেও কোনো উইকেট হারায়নি তারা। থিরিমান্নে ফিফটি পার করেছেন এরই মধ্যে, করুণারত্মেও আছেন সেই পথে।

স্কোর : শ্রীলঙ্কা ১০১/০ (৩৪ ওভার)

ক্ষতি ছাড়াই বিরতিতে লঙ্কানরা

লাঞ্চব্রেকের কিছুটা আগে ইনিংস ঘোষণা করার কারণ ছিল, বিরতির আগে যদি দ্রুত একটা-দুটো উইকেট তুলে নেওয়া যায়। সে আশাটা অবশ্য পূরণ হয়নি বাংলাদেশের। মধ্যাহ্ন বিরতির আগে আট ওভারে লঙ্কানরা হারাতে দেয়নি কোনো উইকেট। 

শ্রীলঙ্কা ১১-০

অবশেষে ইনিংস ঘোষণা করল বাংলাদেশ

প্রায় সাত সেশন আর ১৭৩ ওভার পর অবশেষে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। এর আগে স্কোরবোর্ডে অবশ্য ৫৪১ রান জমা হয়েছে সাত উইকেট হারিয়ে। তবে ১৭৩ ওভার খেলে ফেলায় বলের হিসেবে সবচেয়ে নিজেদের দ্বিতীয় দীর্ঘতম ইনিংসটা খেলল মুমিনুলের দল।

বাংলাদেশ ৫৪১-৭

ফিরলেন তাইজুল

বিশ্ব ফার্নান্দোর অফ স্ট্যাম্পের বাইরের বলে তাড়া করতে গিয়েছিলেন তাইজুল ইসলাম। ব্যাটে-বলে হয়নি, কোণায় লেগে তা জমা পড়ে উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলার হাতে। সপ্তম উইকেট পতন হয় বাংলাদেশের।

বাংলাদেশ ৫২৪-৭

তিনবারের চেষ্টায় মিরাজকে ফেরাল লঙ্কানরা

একই জায়গায় এক বল আগেও 'আউট' হয়েছিলেন মিরাজ। সেবার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে পার পেয়ে গিয়েছিলেন। পরের বলে আবারও একই জায়গা থেকে ব্যাট চালালেন, ব্যাটে বলে হলো না। লঙ্কানদের আবেদন নাকচ, লঙ্কানদের রিভিউটাও গেল জলে। তৃতীয় বার আর ভাগ্য সঙ্গ দিল না মেহেদি হাসান মিরাজের। প্রায় একই জায়গার বলে ব্যাট চালিয়ে আউট হয়ে ফিরলেন তিনি।

বাংলাদেশ ৫১৫-৬

অর্ধশতকের পরই ফিরলেন লিটন

দ্বিতীয় দিন শেষে ৩৯ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনের শুরুতেই যেন রানের চাকায় জোর হাওয়া দিলেন লিটন দাস। তাতে ক্যারিয়ারের অষ্টম টেস্ট অর্ধশতকটাও পেয়ে গেলেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে এরপরই যেন মনোযোগে পড়ল ঢিল। বিশ্ব ফার্নান্দোর বলে ওশাদার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। 

বাংলাদেশ ৫১১-৫

৫০০ রানের আক্ষেপ ঘুচল বাংলাদেশের

দ্বিতীয় দিনে বাংলাদেশের অপেক্ষাটা ছিল ৫০০ রানের। কিন্তু আলোক স্বল্পতায় নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগেই খেলা বন্ধ হয়ে যাওয়ায় আর সম্ভব হয়নি সেটা। তবে তৃতীয় দিনে সে আক্ষেপ ঘোচাতে খুব একটা সময় নেয়নি মুমিনুলের দল। মাত্র ৫ ওভারেই পৌঁছে গেছে সে কাঙ্ক্ষিত মাইলফলকে।

বাংলাদেশ ৫০০-৪

মুশফিকের অর্ধশতক

আগের দিন যেমন নিখুঁত ব্যাটিং করছিলেন তাতে অর্ধশতকটা পাওনাই ছিল। মুশফিক সে পাওনাটাই বুঝে নিয়েছেন আজ। ১২০ বলে তুলে নিয়েছেন ব্যক্তিগত ৫০।

বাংলাদেশ ৪৯৮-৪

চালকের আসনে থেকে তৃতীয় দিন শুরু বাংলাদেশের

আগের দুই দিনে লঙ্কান বোলারদের ওপর রাজত্ব চলেছে তামিম, শান্ত, মুমিনুলদের। আর তাই প্রথম ইনিংস শেষে বড় পুঁজি পাওয়ার বড় সম্ভাবনা তৈরি হয়েছে দলের সামনে।  এখনো ইনিংস ঘোষণা দেননি অধিনায়ক মুমিনুল হক। তাই তৃতীয় দিনেও লঙ্কান বোলারদের দুর্দশা বাড়ানোর সুযোগটা আছে সফরকারীদের সামনে। সে লক্ষ্য নিয়েই আজ শুক্রবার টেস্টের তৃতীয় দিনে মাঠে নামছে বাংলাদেশ। ক্রিজে আছেন দুই সেট ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও লিটন দাস।

 বাংলাদেশ ৪৭৪-৪

এখানে পড়ুন প্রথম দ্বিতীয় দিনের খবর