জেতার জায়গায় যাওয়ার পথ বললেন তাইজুল
পাঁচ দিনের টেস্টের তিন দিন শেষ হয়েছে। তবে এখনো অনুমান করা যাচ্ছে না ম্যাচের ফল কোনদিকে গড়াবে। বর্তমান যে পরিস্থিতি, তাতে ক্যান্ডির প্রথম টেস্টে এগিয়ে বাংলাদেশ দল। তবে জয়ের কাজটা সহজ হবে না, সেটি মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম।
তৃতীয় দিনের খেলা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে তাইজুল বলেন, ‘সত্যি বলতে এখন যে পরিস্থিতি আছে, আমাদের জেতার মতো পরিস্থিতিতে গেলে বিশেষ করে এই উইকেটে তেমন সাহায্য নেই, স্পিনার বা পেসার যার জন্যই বলেন। আমাদের ডিসিপ্লিনের মধ্যে থেকে কাজ করতে হবে। যদি তা করতে পারি, রান চেক দিয়ে, সবকিছু মিলিয়ে, তাড়াতাড়ি একটু ইউজ করতে পারলে আমরা জেতার জায়গায় যেতে পারব।’
বিজ্ঞাপন
উপমহাদেশীয় উইকেটের চরিত্র সাধারণত স্পিন নির্ভর হয়। তবে চলমান ক্যান্ডি টেস্টে দুই দলেই পেসারদের আধিক্য। উইকেটও ব্যাটিং বান্ধব। ম্যাচের প্রথম ইনিংসে দুই দিনের বেশি ব্যাট করেছে বাংলাদেশ দল। তৃতীয় দিন সকালে ৫৪১ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। পরে ব্যাট করতে নেমে কম যাচ্ছে না শ্রীলঙ্কাও। ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২২৯ রান।
এমন অবস্থায় উইকেট থেকে সাহায্য না পেলে আঁটসাঁট বোলিংয়ে প্রতিপক্ষকে বেধে ফেলতে চায় সাফরকারী বাংলাদেশ। তাইজুল জানান, ‘আমাদের কালকেও পরিকল্পনা থাকবে ফিল্ডিং প্রোটেকশন নিয়ে ডিসিপ্লিনড উপায়ে বোলিং করা। আমরা হয়তো জেতার জন্যই খেলব, কিন্তু কোনো সময় যেন আমাদের থেকে (ম্যাচ) হাতছাড়া না হয়।’
বিজ্ঞাপন
সঙ্গে যোগ করেন তাইজুল, ‘যেখানে রাফ আছে ওখানে যে শার্প টার্ন করে দ্রুত ভেতরে বা বাইরে যাবে তেমন না, স্পিনারদের জন্য খুব ফাস্ট উইকেট না, খুব শার্প টার্ন করবে না। আমাদের প্ল্যান হলো ব্যাটসম্যান বুঝে ডিসিপ্লিনড ওয়েতে বল করা।’
টিআইএস/এমএইচ