বিশ্বকাপে পাথিরানা-থুশারা জুটি দেখতে চান মালিঙ্গা
সাইড আর্ম অ্যাকশনে একটা সময় বাইশ গজে রীতিমতো ঝড় তুলতেন লাসিথ মালিঙ্গা। এই লঙ্কান পেসার বছর কয়েক আগেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে এখনও তার সেই অ্যাকশনকে বাঁচিয়ে রেখেছেন মাথিশা পাথিরানা কিংবা নুয়ান থুরারা।
পাথিরানা এখন লঙ্কানদের জার্সিতে সাদা বলের ক্রিকেটে নিয়মিত মুখ। এমনকি দলটার পেস বিভাগের বড় দায়িত্ব তার কাঁধেই। আর থুসারাও ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। গতকাল বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে করেছেন হ্যাটট্রিক।
বিজ্ঞাপন
বোলিং অ্যাকশনের জন্য আগে থেকেই থুশারাকে ডাকা হয় 'ক্লোন মালিঙ্গা'। গতকাল কাজটাও করেছেন সাবেক পেসাররের মতোই। সিরিজ নির্ধারনী ম্যাচে টাইগারদের ব্যাটিং লাইন আপকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন তিনি। যেখানে নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদকে ফিরিয়ে হ্যাটট্রিক করেছেন।
অথচ এই ম্যাচে থুশারার খেলারই কথা ছিল না। পাথিরানার চোটে সুযোগ আসে এই পেসারের। তবে মালিঙ্গা মনে করেন এই দুই পেসারকেই এক সঙ্গে একাদশে খেলানো উচিত। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে এই পেস জুটিকে দেখতে মুখিয়ে আছেন সাবেক এই পেসার।
বিজ্ঞাপন
মালিঙ্গা বলেন, 'নুয়ান থুশারার হ্যাটট্রিক ও আজকের চোখধাঁধানো পারফরম্যান্স নিশ্চয়ই বিশ্বকাপ দলে তার জায়গা নিশ্চিত করে দিল পাথিরানার সঙ্গে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী বোলিং আক্রমণগুলোর একটি হিসেবে দারুণভাবে গড়ে উঠছে আমাদের বোলিং আক্রমণ।'
এইচজেএস