একটি উইকেটের জন্য হাপিত্যেশ, ক্রিজে থিতু হয়ে গেছেন শ্রীলঙ্কার দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে। কিছুতেই উইকেটের দেখা পাচ্ছেন না বাংলাদেশি বোলাররা। এমন সময় সুযোগ পেয়েছিলেন তাইজুল ইসলাম, ইনিংসের ৩৪তম ওভারে ফেরাতে পারতেন থিরিমান্নেকে। তবে দ্বিধাদ্বন্দ্বের কারণে রিভিউ নেয়নি বাংলাদেশ দল। পরে দেখা গেছে পরিষ্কার আউট ছিল।

মূলত তাইজুলের করা সেই ওভারের দ্বিতীয় বলটি অফ স্টাম্পের অনেক বাইরে পড়ে ভেতরে ঢোকে, চেষ্টা করেও ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি থিরিমান্নে, বল আঘাত করে প্যাডে। জোরালো আবেদন করলেও আম্পায়ারের সিদ্ধান্তে চ্যালেঞ্জ জানাননি অধিনায়ক মুমিনুল হক। সিদ্ধান্তহীনতায় না ভুগলে তখনি ব্রেক-থ্রু পেয়ে যেত সফরকারীরা। পরে প্রশ্ন ওঠে, ৩টি রিভিউ থাকলেও কেন ব্যবহার করেনি দল?

তৃতীয় দিনের খেলা শেষে তাইজুল জানান, ‘ওইটা আসলে অনেক বড় টার্ন করেছে। এজন্য আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। কারণ ওই সময়ে রিভিউটা লস করলে একটা সমস্যা হতে পারতো। আর টার্নটা বড় করার জন্য মনে হয়েছে মিসিং হবে, তাই আর নেওয়া হয়নি।’

এদিকে দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ। ২০১৭ সালের পর আবার সাদা পোশাকে খেলতে নেমেছেন তিনি। প্রত্যাবর্তনে দুর্দান্ত তাসকিন। গতি, বাউন্স আর আগ্রাসনের সঙ্গে নিখুঁত লাইন-লেংথ মিলিয়ে দুই লঙ্কান ওপেনারকে রীতিমতো নাড়িয়ে দেন এই পেসার। এখন পর্যন্ত ১২ ওভার বল করে মাত্র ৩৫ রান খরচায় একটি উইকেটও পেয়েছেন তাসকিন।

তৃতীয় দিনের খেলা শেষে তাসকিন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তাইজুল বলেন, ‘মাশাল্লাহ, ও ভালো বোলিং করেছে। লাইন লেংথ বজায় রেখে থ্রেট বোলিং করেছে। আশা করি কালকেও যেন এই এফোর্টটা দিতে পারে, এই এফোর্টটা দিলে হয়তো বা আমাদের দলের জন্য খুব ভালো হবে।’

টিআইএস/এমএইচ