দেরিতে ওয়ানডে দল ঘোষণা নিয়ে যা বলছেন লঙ্কান কোচ
বিশ্ব ক্রিকেটে নতুন নতুন নিয়ম–নীতি যোগ হচ্ছে কিছুদিন পরপরই। একইসঙ্গে নিজেদের কৌশলেও পরিবর্তন আনছে দলগুলো। সে কৌশলের অংশ হিসেবে ম্যাচ শুরুর আগেরদিনই একাদশ ঘোষণা করতে দেখা যায় ইংল্যান্ড–পাকিস্তানের মতো দেশগুলোকে। অথচ সিরিজ শুরুর আগমুহূর্তেও যেন ওয়ানডে স্কোয়াড ঘোষণা করতে ভুলে গিয়েছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে নামার একদিন আগে আজ (মঙ্গলবার) তারা দল ঘোষণা করেছে।
এর আগে লঙ্কানদের স্কোয়াড ঘোষণা হচ্ছে না কেন এই প্রশ্নের উত্তর মিলছিল না কোথাও। স্বয়ং প্রধান লঙ্কান কোচ ক্রিস সিলভারউডও এর কারণ জানাতে পারেননি। প্রথম ওয়ানডে শুরুর পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ তার কাছে দল ঘোষণায় লঙ্কানদের গড়িমসির কারণ জানতে চাওয়া হয়। যার জবাবে তিনি বলেন, ‘বিষয়টা নিয়ে আমার আসলে কোনো ধারণা নেই। প্রেস রিলিজ দেওয়া তো আমার কাজ নয়। দুর্ভাগ্যজনকভাবে প্রশ্নটার উত্তরও তা–ই দিতে পারছি না।’
বিজ্ঞাপন
সাম্প্রতিক সময়ে দুই দলের দ্বৈরথ ভিন্ন উচ্চতায় পৌঁছেছে। এ নিয়ে সিলভারউড বলেন, ‘এই দ্বৈরথ অবশ্যই খুব ভালো। আমাদের ভালো প্রতিদ্বন্দ্বিতা প্রয়োজন এবং টি-টোয়েন্টিতে আমরা দুটি ভালো দলের লড়াই–ই দেখেছি। এই সিরিজেও (ওয়ানডে) আমি ঠিক সেটাই চাইব। আমরা চাই কিছু ভালো ক্রিকেট খেলা হোক এবং আমার মনে হয় দুই দলই তা চায়।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
ম্যাচে বড় রান করার ইচ্ছার কথাও জানালেন শ্রীলঙ্কান কোচ, ‘নিজেদের প্রস্তুতিটা ভালো করার ব্যাপারে নিশ্চিত হতে হবে আমাদের, যেটা আমরা আগেও করেছি। আমাদের সেই ছন্দটা ধরে রাখার চেষ্টা করতে হবে। সম্প্রতি আমরা কিছু ভালো রান করেছি, ওটাই করে যাওয়ার চেষ্টা করতে হবে। ব্যক্তিগতভাবে অনেকের ভালো অবদান আছে। আমরা চাইব আরও বেশি খেলোয়াড় বড় স্কোর করুক।’
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে বেশ ফুরফুরে শ্রীলঙ্কা দল। এবার দুই দলের সামনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কাল দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫০ ওভারের এই সিরিজ শুরু হচ্ছে। এর আগে টি-টোয়েন্টিতে সিরিজ নিষ্পত্তি হয়েছিল লঙ্কানদের ২-১ ব্যবধানে জয় দিয়ে।
এসএইচ/এএইচএস